MP: পুলিশের অফিসিয়াল কাজে উর্দু শব্দ ব্যবহার করা যাবে না, নির্দেশ বিজেপি সরকারের

অভিযোগ দায়ের, তদন্তের রিপোর্ট সহ সমস্ত অফিসিয়াল কাজে, অফিসিয়াল বৈঠকে কেবলমাত্র হিন্দি শব্দ ব‍্যবহার করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
নরোত্তম মিশ্র এবং শিবরাজ সিং চৌহান
নরোত্তম মিশ্র এবং শিবরাজ সিং চৌহানছবি সংগৃহীত
Published on

মধ‍্যপ্রদেশ পুলিশের অফিসিয়াল অভিধান থেকে ফার্সি এবং উর্দু শব্দ ও বাক‍্যাংশ সম্পূর্ণভাবে মুছে ফেলার নির্দেশ দিল সে রাজ‍্যের সরকার। অভিযোগ দায়ের, তদন্তের রিপোর্ট সহ সমস্ত অফিসিয়াল কাজে, অফিসিয়াল বৈঠকে কেবলমাত্র হিন্দি শব্দ ব‍্যবহার করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ঘটনার সূত্রপাত মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পুলিশ অফিসারদের এক বৈঠকে। সেখানে এক সিনিয়র পুলিশ অফিসার হারিয়ে যাওয়া জিনিসের পুনরুদ্ধারের কথা বলতে গিয়ে উর্দু শব্দ 'দস্তায়ব' (উর্দু ভাষায় যার অর্থ পাওয়া গেছে) শব্দটি ব‍্যবহার করেছিলেন। যা শুনে বেজায় বিরক্ত হন মুখ্যমন্ত্রী। এরপরই পুলিশের অভিধান থেকে উর্দু এবং পার্সি শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩৫০টি শব্দ,‌ যেগুলি ব্রিটিশ আমল থেকে পুলিশ ব‍্যবহার করে আসছে, সেগুলো হারিয়ে যাবে। এই শব্দগুলোর মধ্যে রয়েছে 'আদম পাতা' (অনুসন্ধানযোগ‍্য), 'তারমীম' (সংশোধনী), 'ইশতগাস্সা' (পিটিশন), 'মুদায়ী' (অভিযোগ পত্র), 'দস্ত‍্যাব' (পাওয়া গেছে) ইত‍্যাদি।

উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানে এর আগে এইধরণের পরিবর্তন হয়েছে। সেই প্রসঙ্গ তুলে রাজ‍্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র বলেছেন, "উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো এখানেও এবার সেই সমস্ত শব্দগুলো পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে যেগুলোর বাস্তবে চর্চা নেই।"

তবে বিজেপি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা বলেছেন, "বিজেপির খুন, ধর্ষণ এগুলোর অর্থ বোঝা উচিত, তবেই পরিস্থিতির উন্নতি হবে। ন‍্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী রাজ‍্যের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এই শব্দ বাতিলের অর্থ রাজনীতি করা।"

নরোত্তম মিশ্র এবং শিবরাজ সিং চৌহান
Madhya Pradesh: প্রধানমন্ত্রীর চার ঘন্টার সফরের জন্য ২৩ কোটি টাকা খরচ করবে মধ্যপ্রদেশ সরকার!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in