UP: লখনউ বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হলো সরকারি আয়ুর্বেদিক কলেজকে

বুধবার, লখনউ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লখনউ বিশ্ববিদ্যালয়
লখনউ বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হল সরকারি আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতাল এবং লখনউয়ের সরকারি ইউনানি (Unani) কলেজকে। এই দুটি কলেজকে গোরক্ষপুরের আয়ুষ বিশ্ববিদ্যালয় (Ayush University)-র অধীনে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার, লখনউ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সঞ্জয় মেধাভি জানান, "উত্তরপ্রদেশ সরকার বলেছে, রাজ্যের সমস্ত আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি কলেজগুলি এখন থেকে আয়ুষ বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত হবে। সরকারি নির্দেশের সাথে সঙ্গতি বজায় রেখে, আমরা বৈঠকে অধিভুক্তি স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছি।"

মেধাভি আরও বলেন, লখনউ বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলিকে জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া সকল পড়ুয়ারা আয়ুশ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাবে এবং বর্তমানে পাঠরত পড়ুয়াদের ডিগ্রি দেবে লখনউ বিশ্ববিদ্যালয়। তবে, এখন থেকে সমস্ত রকম পরীক্ষা পরিচালনার দায়িত্ব থাকবে আয়ুশ বিশ্ববিদ্যালয়ের উপর।

চিকিৎসার ক্ষেত্রে লখনউ বিশ্ববিদ্যালয়ে এখন থেকে কেবল ফার্মেসি, যোগব্যায়াম এবং বিকল্প ওষুধের বিষয়ে পঠন-পাঠন করানো হবে।

লখনউ বিশ্ববিদ্যালয়
গেহলট কি 'আজাদ' হবেন? মোদীর গেহলট বন্দনায় সিঁদুরে মেঘ দেখছেন শচীন পাইলট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in