Uttar Pradesh: দলিতদের বাড়ির কাছে করা যাবে না কোনো অনুষ্ঠান - গ্রামপ্রধানের ফতোয়া, গ্রেপ্তার ২

মুজফফরনগরের চারথাওয়াল পুলিশ সার্কেলের অধীন পবতি খুর্দ গ্রামের গ্রামপ্রধান সম্প্রতি প্রকাশ্যে একথা জানিয়েছেন। স্থানীয় ভাষায় এই নির্দেশকে ‘মুনাদি’ বলে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী কার্টুন শিল্পী - তৌসিফ হক
Published on

দলিতদের বাড়ির কাছে কোনো অনুষ্ঠান করা যাবেনা। এই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের এক গ্রামের গ্রামপ্রধান। মুজফফরনগরের চারথাওয়াল পুলিশ সার্কেলের অধীন পবতি খুর্দ গ্রামের গ্রামপ্রধান সম্প্রতি প্রকাশ্যে একথা জানিয়েছেন। স্থানীয় ভাষায় এই নির্দেশকে ‘মুনাদি’ বলে।

গ্রামপ্রধানের ঘোষণায় গ্রামবাসীদের সতর্ক করে বলা হয়েছে, যারা এই নির্দেশ মানবেন না সেই 'অপরাধীদের' চপ্পল দিয়ে ১০০ বার মারা হবে এবং ৫ হাজার টাকা জরিমানা করা হবে। মঙ্গলবার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুজাফফরনগরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অভিষেক যাদব জানিয়েছেন, অভিযুক্তদের নাম রাজবীর এবং অমরপাল। ইতিমধ্যেই এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

- with IANS inputs

ছবি প্রতীকী
গোটা দেশে দলিত-সংখ্যালঘুদের উপর হামলার যত ঘটনা ঘটে, তার ৪৩ শতাংশই যোগী রাজ্যে - রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in