

দলিতদের বাড়ির কাছে কোনো অনুষ্ঠান করা যাবেনা। এই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের এক গ্রামের গ্রামপ্রধান। মুজফফরনগরের চারথাওয়াল পুলিশ সার্কেলের অধীন পবতি খুর্দ গ্রামের গ্রামপ্রধান সম্প্রতি প্রকাশ্যে একথা জানিয়েছেন। স্থানীয় ভাষায় এই নির্দেশকে ‘মুনাদি’ বলে।
গ্রামপ্রধানের ঘোষণায় গ্রামবাসীদের সতর্ক করে বলা হয়েছে, যারা এই নির্দেশ মানবেন না সেই 'অপরাধীদের' চপ্পল দিয়ে ১০০ বার মারা হবে এবং ৫ হাজার টাকা জরিমানা করা হবে। মঙ্গলবার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুজাফফরনগরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অভিষেক যাদব জানিয়েছেন, অভিযুক্তদের নাম রাজবীর এবং অমরপাল। ইতিমধ্যেই এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
- with IANS inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন