
২০২৫ সালের বাজেট অধিবেশনের আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারী কর্মী এবং পেনশনভোগীদের বেতনের কাঠামো সংশোধন করবে অষ্টম বেতন কমিশন। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে। তবে কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
বিভিন্ন রাজ্য সরকার এবং অন্য সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গেও এই নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে কমিশন। অষ্টম বেতন কমিশন গঠনের ফলে কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের বেতন বাড়বে বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, কর্মীদের দক্ষতার উপর বেতন বৃদ্ধি বা হ্রাস পাবে। তবে এক্ষেত্রে মুদ্রাস্ফীতিকেও মাপকাঠি হিসেবে ধরা হবে। যা সরকারের ভাষায় বলা হয় ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। এত দিন যা ছিল ২.৫৭। তা বেড়ে আগামীতে ২.৮৬ হতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের নূন্যতম বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে ঠিক হয়েছিল এই টাকার অঙ্ক। ষষ্ঠ বেতন কমিশনে কর্মীদের নূন্যতম বেতন ছিল আট হাজার টাকা। সপ্তম বেতন কমিশন কার্যকর হয় ২০১৬ সালে। মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। যা শেষ হওয়ার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে বেতন বৃদ্ধি নিয়ে আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন