
বাজেট বক্তৃতা শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা বাজেটে সবুজ সংকেত দেয়। লোকসভায় বেলা ১১টায় বাজেট বক্তৃতা শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
পাঁচ রাজ্যের ভোটের মুখে এই বাজেট নিয়ে সাধারণ মানুষ যথেষ্ট কৌতূহলী। কী কী ঘোষণা হতে পারে তা নিয়েও আছে জল্পনা। একদিকে সাধারণ মানুষ যেমন কিছু ছাড়ের প্রত্যাশা রাখছেন অন্যদিকে দেশের বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীরা সরকারের কাছে কর্মসংস্থান প্রসঙ্গে নির্দিষ্ট কিছু দিশার অপেক্ষায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন