দিল্লি হিংসা মামলায় জামিন পেলেন উমর খালিদ

উমর খালিদ
উমর খালিদফাইল ছবি সংগৃহীত

দিল্লি হিংসা মামলায় দিল্লি আদালত থেকে জামিন পেলেন উমর খালিদ। তার বিরুদ্ধে খাজুরি খাসে এফ আই আর দায়ের করা হয়েছিলো। উমর খালিদের জামিনের শর্ত হিসেবে তাঁকে তাঁর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ইন্সটল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিনোদ যাদব।

এছাড়াও জামিনের শর্ত হিসেবে তাঁকে ২০ হাজার টাকার পার্সোনাল বন্ড দিতে হয়েছে। আদালত জানিয়েছে, কোনো অবস্থাতেই এই মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না উমর খালিদ। তাঁর মুক্তিতে স্থানীয় অঞ্চলে শান্তি যাতে বিঘ্নিত না হয় সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

জামিনে মুক্তিপ্রাপ্ত উমর খালিদকে শুনানির জন্য যে যে তারিখে তলব করা হবে তখনই তাঁকে হাজিরা দিতে হবে। খাজুরি খাস পুলিশ থানার এস এইচ ও-র কাছে তাঁর মোবাইল নাম্বার দিয়ে রাখারও নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি ২০২০ সালে উমর খালিদের বিরুদ্ধে খাজুরি খাস থানায় এফ আই আর দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি কারোয়াল নগর রোডের হিংসায় যুক্ত ছিলেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in