

দেশজুড়ে ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। এই মর্মে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কমিশন। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। এমনকি পশ্চিমবঙ্গের দু'টি প্রতিষ্ঠানের নামও রয়েছে এই তালিকায়।
প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই ইউজিসি নিয়ম মেনে ভুয়ো বা বেআইনি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে থাকে। সেই ধারা মেনেই এ বছরও তালিকা প্রকাশ করেছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে রয়েছে ১০টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। এছাড়া উত্তরপ্রদেশে চারটি; কেরল, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে দু’টি এবং মহারাষ্ট্র ও পুদুচেরিতে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে।
ইউজিসির তরফে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানগুলি আইনবহির্ভূতভাবে নিজেদের “বিশ্ববিদ্যালয়” হিসেবে দাবি করছে এবং ডিগ্রি প্রদান করছে। যা ইউজিসি অ্যাক্ট, ১৯৫৬-এর বিধি লঙ্ঘন। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সব প্রতিষ্ঠানের দেওয়া কোনও ডিগ্রিই উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে বৈধ বলে গণ্য হবে না। এমনকি ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে ভুয়ো প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি।
ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি। এছাড়া রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেটি হল - বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া! যেটি রয়েছে বিশাখাপত্তনমে।
এই তালিকায় বাংলার দু'টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। সেগুলি হল - ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, যেটি রয়েছে ঠাকুরপুকুরের ডায়মন্ড হারবার রোডে।
অন্যান্য রাজ্যের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি হল -
কেরালাঃ কিসানত্তমের সেন্ট জন ইউনিভার্সিটি এবং কোঝিকোড়ের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন।
মহারাষ্ট্র: নাগপুরের রাজা আরবিক ইউনিভার্সিটি।
পুদুচেরি: ভাজুথাভুর রোডের শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন।
উত্তরপ্রদেশ: ভারতীয় শিক্ষা পরিষদ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি।
রাজধানীতে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। সেগুলি হল -
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজ়িক্যাল হেলথ সায়েন্সেস (AIIPHS)
কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড (দরিয়াগঞ্জ)
ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি
ভোকেশনাল ইউনিভার্সিটি
এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট
আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়
ওয়ার্ল্ড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি
ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (কোটলা মুবারকপুর)
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন