নির্ধারিত নিয়ম লঙ্ঘন! ৫ বছরের জন্য তিন বিশ্ববিদ্যালয়ের উপর নিষেধাজ্ঞা জারি ইউসিজি-র

People's Reporter: কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৯-৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত এই তিন বিশ্ববিদ্যালয় পিএইচডি পড়ুয়া ভর্তি বন্ধ থাকবে।
ইউজিসি
ইউজিসিফাইল ছবি দ্য প্রিন্ট-এর সৌজন্যে
Published on

বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের (ইউজিসি) নির্ধারিত পিএইচডি নিয়ম লঙ্ঘন। আগামী ৫ বছরের জন্য তিন বিশ্ববিদ্যালয়ের উপর নিষেধাজ্ঞা জারি কমিশনের। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো আগামী ৫ বছর পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিতে পারবে না শিক্ষার্থীদের। ওই তিনটি বিশ্ববিদ্যালয়ই রাজস্থানের।

সংশ্লিষ্ট তিনটি বিশ্ববিদ্যালয়গুলো হল - ওপিজেএস বিশ্ববিদ্যালয়, সানরাইজ বিশ্ববিদ্যালয় এবং সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয়। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৯-৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত এই তিন বিশ্ববিদ্যালয় পিএইচডি পড়ুয়া ভর্তি বন্ধ থাকবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশের কথা।

এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার বলেন, “পিএইচডি-র জন্য বিশ্ববিদ্যালয়গুলির উচ্চ মান বজায় রাখা উচিত। কিন্তু তা মানা না হলে উপযুক্ত ব্যবস্থা নেবে কমিশন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে উন্নত মান বজায় রাখা হচ্ছে কি না বা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখছে কমিশন। সে ক্ষেত্রেও যদি দেখা যায় কোনও অনিয়ম হচ্ছে, তা হলে জরুরি পদক্ষেপ করা হবে। কারণ, বিশ্বের দরবারে ভারতীয় শিক্ষাব্যবস্থার সুনাম যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ইউজিসি”।

উল্লেখ্য, দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো যথাযথ ভাবে পিএইচডি নিয়মাবলি পালন করচে কিনা, গবেষণা সম্পন্ন হলে সংশ্লিষ্ট পড়ুয়ার হাতে ইউজিসির নিয়মাবলি মেনে ডিগ্রি তুলে দেওয়া হচ্ছে কিনা, তা যাচাই করার জন্য রয়েছে একটি স্ট্যাডিং কমিটি। সেই কমিটি মূলত বিশ্ববিদ্যালগুলোর উপর নজরদারি চালায়।

সম্প্রতি এই এ সংক্রান্ত তথ্য কমিশনের কাছে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তা খতিয়ে দেখেই জানা গেছে, এই তিন বিশ্ববিদ্যালয় পিএইচডি –এর নির্ধারিত বিধি এবং ডিগ্রি তুলে দেওয়ার ক্ষেত্রে অ্যাকাডেমিক নিয়ম মানছে না। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে শোকজও করা হয়। তবে তারা যথাযথ উত্তর দিতে পারে নি। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউজিসির পক্ষ থেকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in