তুঘলকি লকডাউন, ঘন্টা বাজানো, প্রার্থনাতেই করোনার মোকাবিলা হবে - কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর

নিজের ট‍্যুইটারে হিন্দিতে কংগ্রেস নেতা লেখেন, "কেন্দ্র সরকারের কোভিড রণনীতি - প্রথম স্টেজ - তুঘলকি লকডাউন চাপিয়ে দেওয়া। দ্বিতীয় স্টেজ - ঘন্টা বাজানো। তৃতীয় স্টেজ - ভগবানের নাম জপ করা।"
নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী
নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীছবি সংগৃহীত
Published on

তুঘলকি লকডাউন চাপিয়ে, ঘন্টা বাজিয়ে, ভগবানের কাছে প্রার্থনা করলেই করোনা পরিস্থিতির মোকাবিলা করা যাবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা প্রসঙ্গে এইভাবেই কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেদিন কংগ্রেস সাংসদ এই মন্তব্য করেছেন সেদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। গত বছর করোনা মহামারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ।

নিজের ট‍্যুইটারে হিন্দিতে কংগ্রেস নেতা লেখেন, "কেন্দ্র সরকারের কোভিড রণনীতি - প্রথম স্টেজ - তুঘলকি লকডাউন চাপিয়ে দেওয়া। দ্বিতীয় স্টেজ - ঘন্টা বাজানো। তৃতীয় স্টেজ - ভগবানের নাম জপ করা।"

দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের গৃহীত পদক্ষেপের কড়া সমালোচক রাহুল গান্ধী। এই সপ্তাহের শুরুতেই যখন‌ কেন্দ্র সরকার জাপান এবং পশ্চিমের দেশগুলিতে ব‍্যবহৃত কোভিড ভ‍্যাকসিনগুলিকে ভারতে জরুরি ভিত্তিতে ব‍্যবহারের ছাড়পত্র দিয়েছিল, তখন কেন্দ্রের সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী।

ট‍্যুইটারে তিনি লিখেছিলেন, "প্রথমে ওঁরা আপনাকে অগ্রাহ্য করবে, তারপর আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তারপর আপনার বিরুদ্ধে লড়াই করবে, তবে অবশেষে আপনিই জিতবেন।" প্রসঙ্গত, আগেই সরকারকে আরো অনেক বেশি টীকা ফাস্ট-ট্র‍্যাক করার অনুরোধ করেছিলেন রাহুল গান্ধী। তখন বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, গত বছর দেশে করোনা মহামারী শুরুর সময় প্রথম সারির স্বাস্থ‍্যকর্মীদের প্রতি সংহতি জানাতে সমস্ত দেশবাসীকে হাততালি-থালি-ঘন্টা বাজানোর অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে সেই ঘটনাকেই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।

আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৯১ হাজার ৯১৭। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ১ হাজার ১৮৫ জন, গতকাল যা ছিল ১ হাজার ৩৮। এই নিয়ে টানা তিনদিন কোভিডে মৃত্যুর সংখ্যা হাজারের বেশি রয়েছে। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৩০৮ জনের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in