

মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন উত্তরপ্রদেশের সাতজন। এর মধ্যে একজন এনডিএ'র শরিক দল আপনা দল (সোনেলাল)-এর প্রধান এবং বাকি ছ'জন বিজেপির সদস্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর মন জয় করতে এই পদক্ষেপ নিয়েছে বিজেপি। উল্লেখ্য, আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।
যে সাতজন গতকাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁরা হলেন - অনুপ্রিয়া প্যাটেল, পঙ্কজ চৌধুরী, বি এল বর্মা, কৌশল কিশোর, ভানু প্রতাপ সিং, এস পি সিং বাঘেল এবং অজয় কুমার। এঁদের মধ্যে অনুপ্রিয়া প্যাটেল আপনা দলের প্রধান। নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদেও মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।
সাতজনের মধ্যে তিনজন - অনুপ্রিয়া প্যাটেল, পঙ্কজ চৌধুরী এবং বি এল বর্মা ওবিসি সম্প্রদায়ভুক্ত। বাকিদের মধ্যে কৌশল কিশোর, ভানুপ্রতাপ সিং বর্মা এবং এসপি সিং বাঘেল তফশিলি শ্রেণীর অন্তর্ভুক্ত।
অজয় কুমার একা ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
জাতপাতের রাজনীতিতে অভ্যস্ত উত্তরপ্রদেশ থেকে এভাবে মন্ত্রী চয়নকে এককথায় মোদীজির মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন অনেকে।
দেখে নেওয়া যাক এই সাতজন মন্ত্রী কে কোন দপ্তর পেলেন -
অনুপ্রিয়া প্যাটেল: বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী
পঙ্কজ চৌধুরী: অর্থ প্রতিমন্ত্রী
প্রফেসর এস পি সিং বাঘেল: আইন এবং ন্যায়বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী
ভানু প্রতাপ সিং বর্মা: ছোট, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিমন্ত্রী
কৌশল কিশোর: আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
অজয় কুমার: স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী
বি এল বর্মা: সহযোগিতা মন্ত্রক এবং উত্তর-পশ্চিম এলাকা উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন