Tripura: আগরতলা সহ রাজ্যের ২০টি পুরসভায় ভোট আগামী ২৫ নভেম্বর

গত বছরের ২০ ডিসেম্বর এই পুরসভাগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও রাজ্যের বিজেপি সরকার সেই সময় কোভিড-১৯-এর কারণে সেইসময় নির্বাচন স্থগিত রাখে। যা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
Tripura: আগরতলা সহ রাজ্যের ২০টি পুরসভায় ভোট আগামী ২৫ নভেম্বর
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ ত্রিপুরার ২০টি পুরসভার ভোট আগামী ২৫ নভেম্বর। শুক্রবার ত্রিপুরা নির্বাচন কমিশন সূত্রে একথা জানা গেছে।

গত বছরের ২০ ডিসেম্বর এই পুরসভাগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও রাজ্যের বিজেপি সরকার সেই সময় কোভিড-১৯-এর কারণে সেইসময় নির্বাচন স্থগিত রাখে। যা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

শুক্রবার রাজ্যে পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশনার মানিক লাল দে বলেন আগামী ২৭ অক্টোবর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৩ নভেম্বর। ভোটগ্রহণ ২৫ নভেম্বর এবং ভোট গণনা হবে ২৮ নভেম্বর।

রাজ্যের ২০টি পুরসভার মোট ৩৩৪ আসনে এই নির্বাচন হবে। যার মধ্যে ১৫৭টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।

২০টি পুরসভায় মোট ভোটারের সংখ্যা ৫,৯৪,৭৭২। যার মধ্যে ৩,০০,৭৭৭ জন মহিলা এবং ২,৯৩,৯৭৯ জন পুরুষ। ১৬ জন রূপান্তরকামী ভোটার।

সমস্ত রকমের কোভিড প্রোটোকল মেনে ইভিএম-এর মাধ্যমে এই ভোট নেওয়া হবে বলেও কমিশন সূত্রে জানানো হয়েছে।

আগরতলা ছাড়াও নির্বাচন হবে ধর্মনগর, পানিসাগর, কৈলাশহর, কুমারঘাট, আমবাসা, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, রানিরবাজার, মোহনপুর, বিশালগড়, সোনামুড়া, মেলাগড়, উদয়পুর, অমরপুর, শান্তিরবাজার, বিলোনিয়া, এবং সাব্রুম-এ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in