

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৬০ আসনের ত্রিপুরা নির্বাচনে এখনও পর্যন্ত ২২ টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। ৬ আসনে জয়লাভ করেছে CPI(M)। ২ আসনে জয়লাভ করেছে জাতীয় কংগ্রেস। ১ আসনে জয়লাভ করেছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা (IPFT) এবং ৯ টি আসনে জয়লাভ করেছে তিপ্রা মোথা পার্টি (TMP)। বাকি আসনে ভোট গণনা এখনো চলছে।
সেই তালিকা থেকেই কিছু অংশ তুলে ধরা হল-
আগরতলা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। এই কেন্দ্রে ৮,১৬২ ভোটে হেরেছেন BJP প্রার্থী পাপিয়া দত্ত।
খোয়াই কেন্দ্রে জয়লাভ করেছেন CPI(M) প্রার্থী নির্মল বিশ্বাস। এই কেন্দ্রে ১,০৪০ ভোটে হেরেছেন BJP প্রার্থী সুব্রত মজুমদার।
সাব্রুম কেন্দ্রে জয়ী হয়েছেন CPI(M)-র জিতেন্দ্র চৌধুরী। এই কেন্দ্রে ৩৯৬ ভোটে হেরেছেন BJP প্রার্থী শংকর রায়।
বামুটিয়া কেন্দ্রে জয়ী হয়েছেন CPI(M) প্রার্থী নয়ন সরকার। এই কেন্দ্রে ২,০২৬ ভোটে হেরেছেন BJP প্রার্থী কৃষ্ণধন দাস।
কৈলাশহর কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বিরাজিত সিনহা। এই কেন্দ্রে হেরেছেন BJP প্রার্থী মোবশার আলী। ভোটের ব্যবধান ৯,৬৮৬ টি।
চণ্ডীপুর কেন্দ্রে জয়ী হয়েছেন BJP-র টিঙ্কু রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী CPI(M)-র কৃষ্ণেন্দু চৌধুরী হেরেছেন মাত্র ৫৭৭ ভোটে।
অমরপুর কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী রঞ্জিত দাস। তাঁর কাছে মাত্র ৪,৫৯৪ ভোটে হেরেছেন CPI(M) প্রার্থী পরিমল দেবনাথ।
আমবাসা কেন্দ্রে জয়ী হয়েছেন TMP প্রার্থী চিত্ত রঞ্জন দেববর্মা। এই কেন্দ্রে মাত্র ৪৯৩ ভোটে হেরেছেন BJP প্রার্থী সুচিত্রা দেববর্মা।
আমপিনগর কেন্দ্রে TMP প্রার্থী পাঠান লাল জামাতিয়ার কাছে হেরেছেন BJP প্রার্থী পটল কন্যা জামাতিয়া। ভোটের ব্যবধান ১২,১৮৬ টি।
আশামবাড়ি কেন্দ্রে TMP প্রার্থী অনিমেষ দেববর্মার কাছে হেরেছেন IPFT প্রার্থী জয়ন্তী দেব বর্মা। ভোটের ব্যবধান ১৮,৩২৮ টি।
বাধড়ঘাট কেন্দ্রে BJP প্রার্থী মিনা রানী সরকারের কাছে মাত্র ১,২৮৯ ভোটে হেরেছেন ফরওয়ার্ড ব্লক (AIFB)প্রার্থী পার্থ রঞ্জন সরকার।
বাগবাসা কেন্দ্রে BJP প্রার্থী যাদব লাল দেবনাথের কাছে মাত্র ১,৪৬১ ভোটে হেরেছেন CPI(M) প্রার্থী বিজিতা নাথ।
বিশালগড় কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী সুশান্ত দেব। নিকটতম প্রতিদ্বন্দ্বী CPI(M)-র পার্থ প্রতিম মজুমদার হেরেছেন মাত্র ১,৩২৬ টি ভোটে।
ধর্মনগর কেন্দ্রে জয়ী হয়েছেন BJP-র বিশ্ববন্ধু সেন। এই কেন্দ্রে হেরেছেন কংগ্রেসের চয়ন ভট্টাচার্য। ভোটের ব্যবধান মাত্র ১,০৯৮ টি।
জোলাইবাড়ি কেন্দ্রে জয়ী হয়েছেন IPFT প্রার্থী সুক্লা চরণ নোয়াটিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী CPI(M)-র দেবেন্দ্র ত্রিপুরা হেরেছেন মাত্র ৩৭৫ টি ভোটে।
কল্যাণপুর-প্রমোদনগর কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী পিনাকী দাস চৌধুরী। হেরেছেন TMP প্রার্থী মনিহার দেববর্মা। ভোটের ব্যবধান ৬,৬১৩ টি।
কমলাসাগর কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী অন্তরা সরকার দেব। নিকটতম প্রতিদ্বন্দ্বী CPI(M)-র হিরন্ময় নারায়ণ দেবনাথ হেরেছেন মাত্র ১,৭৪৪ টি ভোটে।
কামালপুর কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী মনোজ কান্তি দেব। হেরেছেন কংগ্রেসের রুবি ঘোষ। ভোটের ব্যবধান ৫,২৬০ টি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন