Tripura Election Result: ত্রিপুরায় এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাম-কংগ্রেস জোট

সাব্রুম আসন থেকে এগিয়ে আছেন সিপিআইএম প্রার্থী তথা রাজ্য সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই
ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াইছবি সংগৃহীত

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট গণনা চলছে।

এর মধ্যে ৬০ আসনের ত্রিপুরায় ৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। ৩১ টি আসনে জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির। বিজেপি শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না তা নিয়ে এখনও সংশয়।

অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে বাম-কংগ্রেস জোট। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৫ টি আসনে এগিয়ে রয়েছে বিরোধী জোট। আর, ৪ টি আসনে জয় নিশ্চিত করেছে বাম-কংগ্রেস জোট।

তিপ্রা মোথা আপাতত এগিয়ে ১টি আসনে। ১১ টিতে জয় পেয়েছে তিপ্রা মোথা। ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত সব এলাকাগুলিতে এগিয়ে তিপ্রা মোথা। ত্রিপুরায় নির্বাচনের আগেই আন্দাজ করা হয়েছিল, এবারের ভোটে বিশেষ ভূমিকা পালন করতে পারে তিপ্রা মোথা। অনুমান ছিল, ভোটারদের একটা বড় অংশই এই দলের সমর্থক। সেই অনুমানই এবার সত্যি হওয়ার দিকে এগোচ্ছে।

বাম-কংগ্রেস জোট জয়ী হয়েছে মোট ১০টি আসনে। এগিয়ে আছে ৩ টি আসনে।

তবে, ত্রিপুরায় এখনও অবধি খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে-

  • বর্দোয়ালি টাউন আসনে জয়ী হয়েছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হারিয়ে দিলেন তিনি। কমলা রঙের লাড্ডু বিতরণ করা হচ্ছে তাঁর বাড়িতে। 

  • বিশালগড় আসনে জয়ী হয়েছেন বিজেপির সুশান্ত দেব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম)-র প্রথমা প্রতিম মজুমদার।

  • ত্রিপুরার উপুমখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী জিষ্ণু দেববর্মণ নিজের আসনে পিছিয়ে পড়েছেন।

  • সিমনা আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথার প্রার্থী ব্রিষকেতু দেববর্মা।

  • রামনগর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত।

  • আগরতলা আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের সুদীপ রায়।

  • সাব্রুম আসন থেকে এগিয়ে আছেন সিপিআইএম প্রার্থী তথা রাজ্য সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

    তবে গতবারের তুলনায় অনেক ভোট কমেছে বিজেপি জোটের। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৪৪টি আসনে জয় পেয়েছিল বিজেপি জোট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in