Tripura: কংগ্রেসে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা প্রদেশ কংগ্রেস সভাপতির, যোগ দিতে পারেন তৃণমূলে

রাজনৈতিক মহলের অনুমান প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের মতো পিযূষ কান্তি বিশ্বাসও তৃণমূলে যোগ দেবেন। আর দু'বছর পর ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। বাংলার পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল-কংগ্রেস।
পীযূষ কান্তি বিশ্বাস
পীযূষ কান্তি বিশ্বাসছবি পীযূষ কান্তি বিশ্বাসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কংগ্রেসে ভাঙন অব্যাহত। এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সূত্রের খবর তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। যদিও নিজের ট‍্যুইটারে তিনি দাবি করেছেন "রাজনীতি থেকে বিদায়" নিচ্ছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন দলের মহিলা শাখার নেত্রী সুস্মিতা দেব। অসমের এই নেত্রীর দলত‍্যাগ উত্তর-পূর্ব রাজ‍্যগুলিতে কংগ্রেসের ক্ষমতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় বড় ধাক্কা বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই ধাক্কার এক সপ্তাহের মধ্যে উত্তর-পূর্বের আরো ‌এক নেতা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন।

শনিবার দুপুরে নিজের ট‍্যুইটার হ‍্যান্ডেল ‌থেকে করা এক ট‍্যুইটে পিযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, "ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে আমার মেয়াদকালে সমস্ত কংগ্রেস নেতা, সমর্থকরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতার সাথে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি এবং রাজনীতি থেকে অবসর নিচ্ছি। সনিয়া গান্ধীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।"

রাজনৈতিক মহলের অনুমান প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের মতো পিযূষ কান্তি বিশ্বাসও তৃণমূলে যোগ দেবেন। আর দু'বছর পর ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। বাংলার পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল-কংগ্রেস।

ত্রিপুরায় যাতায়াত বেড়েছে তৃণমূল নেতানেত্রীদের। গত সপ্তাহে আগরতলায় 'খেলা হবে' দিবসও পালন করেছে তৃণমূল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in