

ত্রিপুরায় উলটোরথের শোভাযাত্রায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। এর মধ্যে দুজন নাবালক। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। পুলিশ সূত্র থেকে জানা গেছে, বুধবার উল্টোরথের শোভাযাত্রা চলাকালীন রথের চূড়া হাইটেনশন তারে ঠেকে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ত্রিপুরার উনাকোটি জেলার কুমারঘাট অঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এদিন ইস্কনের এই রথের শোভাযাত্রার সঙ্গে বহু মানুষ পথ হাঁটছিলেন। ঘটনার আকস্মিকতায় সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন।
লোহার তৈরি এই রথের চূড়া ১৩৩ কেভি ওভারহেড লাইনের সঙ্গে লেগে যাওয়াতেই রথ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং আগুন ধরে যায় রথে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ১৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আগরতলা সরকারি মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (ল অ্যান্ড অর্ডার) জ্যোতিষ্মান দাস চৌধুরী।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন