

মর্মান্তিক ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায়। ঝাঁসি মেডিক্যাল কলেজে আগুন লেগে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। আহত আরও ১৬ শিশু। পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। মহারানী লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, রাত সাড়ে ১০টা নাগাদ আচমকা নিকু (NICU) বিভাগে আগুন লেগে যায়। সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নেভাতে। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় শিশুদের উদ্ধার করা হয়। ১৬ শিশু আহত হয়েছে। কানপুরের এডিজি অলোক সিং জানান, দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে ৪৭ সদ্যোজাত ছিল। আহত ১৬ জনকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, ''রাত ১০.৩০টা থেকে ১০.৪৫-র মধ্যে NICU বিভাগে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে কর্তব্যরত কর্মীরা জানিয়েছেন। ওই বিভাগের বাইরে থাকা শিশুরা রক্ষা পেয়েছে। ভেতরে থাকা অনেক শিশুকেই উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দল দ্রুত পদক্ষেপ নেওয়ায় অনেক শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। আমরা গুরুতর আহতদের চিকিৎসা করছি”।
বিষয়টি জানতে পেরে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স মাধ্যমে তিনি লেখেন, ‘ঝাঁসি জেলায় অবস্থিত মেডিকেল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। প্রভু শ্রী রামের কাছে বিদেহী আত্মাদের মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা জানাই’।
মৃত শিশুদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, এখনও পর্যন্ত ৭ সদ্যোজাতের দেহ চিহ্নিত করা হয়েছে। বাকি ৩ শিশুর দেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হতে পারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন