ছুঁয়ে দেখুন একবার? ওয়ারেন্ট দেখান, নইলে অপহরণের মামলা করবো - পুলিশের উদ্দেশ্যে ক্ষুব্ধ প্রিয়ঙ্কা
গতকাল খেরি যাওয়ার কথা ঘোষণার পর থেকেই প্রিয়ঙ্কা গান্ধীর লখনৌর বাড়ি, যেখানে তিনি ছিলেন, সেখানে পাহারা বসিয়েছিল পুলিশ। যদিও রাত ৩টের সময় পুলিশকে ধোঁকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু খেরি পৌঁছানোর আগে ভোর ৬টার সময় হরগাঁওতে আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। তাঁকে কাস্টোডিতে রাখা হয়েছে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
