Saket Gokhale: মানহানির মামলায় হার, TMC সাংসদ সাকেত গোখলের বেতন কাটার নির্দেশ হাই কোর্টের

People's Reporter: একটি মানহানির মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের প্রতি মাসের সাংসদ বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে
রাজ্যসভা সাংসদ সাকেত গোখলেফাইল ছবি - দ্য নিউজ মিনিটের সৌজন্যে
Published on

একটি মানহানির মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের প্রতি মাসের সাংসদ বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে সাকেতের পাশে দাঁড়াতে তৃণমূলের বাকি ৪০ সাংসদ প্রত্যেকে তাঁকে প্রতি মাসে ৪০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার যৌথ বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

শুক্রবার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “সংসদের ভিতর-বাইরে সাংসদের কন্ঠস্বর যেভাবে সরকার প্রতিহিংসাবশত দমিয়ে দিতে চায়, আমরা তা হতে দেব না। কারণ, আমরা একটা পরিবার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”। এই সিদ্ধান্ত তৃণমূল সাংসদরা সর্বসম্মত ভাবে নিয়েছেন বলে জানানো হয়েছে। যদিও এর সাথে সরকারের কোনও সম্পর্ক নেই। একটি মানহানির মামলায় হেরে যাওয়ায় সাকেতকে এই নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।

রাজ্যসভার সাংসদ হিসাবে সাকেত এখন মাসিক বেতন পান ১ লক্ষ ৯০ হাজার টাকা। এদিকে সংসদের দুই কক্ষের সাংসদের সংখ্যা ৪১ জন। সাকেতকে বাদ দিয়ে সকলে যদি প্রতি মাসে ৪০০০ টাকা করে দেন, তাহলে তিনি প্রতি মাসে পাবেন মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা।

উল্লেখ্য, ২০২১ সালে প্রাক্তন কূটনীতিবিদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির স্ত্রী লক্ষ্মী পুরিকে নিয়ে একগুচ্ছ পোস্ট করেছিলেন সাকেত। সেই সময় তৃণমূল সাংসদ ছিলেন না সাকেত। তাঁর মূল অভিযোগ ছিল, সুইজারল্যান্ডের জেনেভায় একটি আবাসন রয়েছে লক্ষ্মীর। এমনকি সেই অভিযোগে হরদীপ সিং পুরির নাম জড়িয়েছিলেন সাকেত। সেই সময় হরদীপ ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে। সাকেতের অভিযোগ ছিল, আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণে অসঙ্গতি রয়েছে।

এর বিরুদ্ধে সাকেতের বিরুদ্ধে মানহানির মামলা করেন লক্ষ্মী। তাঁর বক্তব্য ছিল, সমাজমাধ্যমে তাঁদের নিয়ে সাকেত যে পোস্ট করেছেন, তা ভিত্তিহীন। সেই মামলায় গত জুলাই মাসে দিল্লি হাইকোর্ট সাকেতকে নির্দেশ দিয়েছিল, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার এবং ক্ষমা চাওয়ার। যদিও সাকেত সেটা করেননি বলে সম্প্রতি ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আদালত নির্দেশ দিয়েছে, প্রতিমাসে সাংসদের প্রাপ্ত বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নেওয়া হবে। সেই টাকা দেওয়া হবে লক্ষ্মীকে। যতদিন না ৫০ লক্ষ টাকা হচ্ছে, ততদিন এই প্রক্রিয়া চালানো হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in