লোকসভার এথিক্স কমিটির ডাক এড়ালেন মহুয়া, চিঠি দিয়ে ব্যবসায়ী হিরনান্দানিকেও তলবের আবেদন সাংসদের

People's Reporter: এথিক্স কমিটিকে পাঠানো চিঠিতে মহুয়া তাঁর বিরুদ্ধে ওঠা ‘টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন’ করার অভিযোগকে ‘মিথ্যা, বিদ্বেষমূলক এবং মানহানিকর’ বলেও অভিহিত করেছেন।
লোকসভার এথিক্স কমিটির ডাক এড়ালেন মহুয়া, চিঠি দিয়ে ব্যবসায়ী হিরনান্দানিকেও তলবের আবেদন সাংসদের
ফাইল ছবি

আগামী মঙ্গলবার লোকসভার এথিক্স কমিটির ডাকে সাড়া দিতে পারবেন না মহুয়া মৈত্র। শুক্রবার কমিটির চেয়ারম্যানকে চিঠি লিখে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ। আগামী ৪ নভেম্বর পর্যন্ত ‘পূর্ব-পরিকল্পিত কর্মসূচী’র থাকায় এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, চিঠিতে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা ‘টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন’ করার অভিযোগকে ‘মিথ্যা, বিদ্বেষমূলক এবং মানহানিকর’ বলেও অভিহিত করেছেন।

সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অর্থ ও বিভিন্ন বহুমূল্য উপহার নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, লোকসভায় ‘বিশেষ উদ্দেশ্য’ নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল তোলার জন্য দুবাই-ভিত্তিক ব্যবসায়ী দর্শন হিরনান্দানির থেকে অর্থ ও উপহার নিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এই নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের করা অভিযোগ সরাসরি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছিলেন স্পীকার ওম বিড়লা। সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য আগামী মঙ্গলবার মহুয়াকে তলব করেছে এথিক্স কমিটি।

কিন্তু এথিক্স কমিটির সামনে আগামী মঙ্গলবার থাকতে পারবেন না বলে কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন মহুয়া। চিঠিতে তিনি জানিয়েছেন, তাঁর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে আগামী ৪ নভেম্বর পর্যন্ত একাধিক পূর্ব-পরিকল্পিত কর্মসূচী রয়েছে, যার মধ্যে বেশিরভাগই বিজয়া সম্মিলনী। তাই ৪ নভেম্বরের আগে তিনি দিল্লিতে যেতে পারবেন না। তবে ৫ নভেম্বরের পর যেকোনো দিন তাঁকে ডাকা হলে তিনি নিশ্চয় হাজিরা দেবেন। কমিটির সামনে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজের বক্তব্য রাখার ইচ্ছেও প্রকাশ করেছেন।

পূর্ব-পরিকল্পিত কাজের কথা উল্লেখ করে এথিক্স কমিটির চেয়ারম্যানের কাছে সময় চাওয়ার সময় বিজেপি সাংসদ রমেশ বিধুরির ‘উদাহরণ’ও দিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, বিধুরি রাজস্থান বিধানসভা নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য সংসদের কাছে সময় চাইলে তা মঞ্জুর করা হয়। তাই এবারে তাঁকেও সময় দিতে হবে।

চিঠিতে এথিক্স কমিটির কাছে মহুয়া আবেদন করেছেন, এই বিষয়ে ব্যবসায়ী দর্শন হিরনান্দানির বক্তব্যও শোনা প্রয়োজন। তাই তাঁকেও এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করেছেন মহুয়া।

লোকসভার এথিক্স কমিটির ডাক এড়ালেন মহুয়া, চিঠি দিয়ে ব্যবসায়ী হিরনান্দানিকেও তলবের আবেদন সাংসদের
মহুয়া-গড়ে প্রার্থীই দিতে পারলো না তৃণমূল, সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী CPIM
লোকসভার এথিক্স কমিটির ডাক এড়ালেন মহুয়া, চিঠি দিয়ে ব্যবসায়ী হিরনান্দানিকেও তলবের আবেদন সাংসদের
Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র বিরুদ্ধে ওঠা 'ক্যাশ ফর কোয়ারি' বিতর্কে দূরত্ব বাড়াচ্ছে দল?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in