

সময়ের সঙ্গে সঙ্গে তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে ক্রমশ আশাবাদী হয়ে উঠছে তৃণমূল। গণনা এগোনোর সঙ্গে সঙ্গেই চড়ছে উত্তেজনার পারদ। এখনও পর্যন্ত গণনা অনেক বাকি থাকলেও প্রাথমিক ট্রেন্ড অনুসারে রাজ্যে আবারও বড় ব্যবধানেই ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৃণমূলের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে তৃণমূল এগিয়ে ২০৩ আসনে। বিজেপি এগিয়ে ৮৮ আসনে।
তবে তৃণমূল এগিয়ে থাকলেও রাজ্যের সবথেকে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে ৬ রাউন্ডের শেষে ৭ হাজারের বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ১১ রাউন্ডের গণনা বাকি।
পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চার রাজ্যের ফলাফল ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। তামিলনাড়ুতে ক্ষমতাচ্যুত হবার পথে এনডিএ জোট। এখনও পর্যন্ত পাওয়া ট্রেন্ডে রাজ্যের বিরোধী ডিএমকে জোট এগিয়ে আছে ১৩৭ আসনে। এআইএডিএমকে এগিয়ে ৯৫ আসনে।
কেরালায় ইতিহাস তৈরি করে ক্ষমতায় ফিরতে চলেছে সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফ। এখনও পর্যন্ত এলডিএফ এগিয়ে আছে ৮৭ আসনে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৯ আসনে এবং বিজেপি ৩টি আসনে।
আসামে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে বিজেপি জোট এগিয়ে ৮৫ আসনে এবং কংগ্রেস জোট এগিয়ে ৪০ আসনে।
পুদুচেরীর ৩০ আসনের মধ্যে ১৭ আসনের ট্রেন্ড জানা গেছে। যে ট্রেন্ড অনুসারে এখানে ক্ষমতা হারাচ্ছে কংগ্রেস। এখনও পর্যন্ত বিজেপি এখানে এগিয়ে ১২ আসনে এবং কংগ্রেস ৪ আসনে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন