প্রতীকী ছবি
প্রতীকী ছবি

Tamilnadu Poll 21: তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ১ হাজার বিক্ষুব্ধ কৃষক!

তামিলনাড়ুর তিরুপুর জেলার কানজেয়াম কেন্দ্রে প্রায় এক হাজার কৃষক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন
Published on

১৮ মার্চ, চেন্নাই- পশ্চিমবঙ্গের মতো বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাড়ুতেও। সেখানে এক অভিনব আন্দোলনে শামিল হলেন কৃষকরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তামিলনাড়ুর তিরুপুর জেলার কানজেয়াম কেন্দ্রে প্রায় এক হাজার কৃষক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তাঁরা এই পথ অবলম্বন করেছেন বলে জানা গিয়েছে।

ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, কৃষকরা দীর্ঘদিন ধরে পরমবিকুলম- আলিয়ার প্রকল্প থেকে জলের দাবি জানাচ্ছেন। কিন্তু নেতা, প্রশাসন, কেউই তাতে কান দেয়নি। তাই বাধ্য হয়েই তাঁদের এই সিদ্ধান্ত। সংবাদসংস্থার খবর, গতবছর এই জলের দাবিতেই স্থানীয় কয়েকজন কৃষক পাঁচদিন অনশন করেছিলেন।

শেষপর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই.পালানিস্বামীর সঙ্গে বৈঠকের পর অনশন তুলে নিলেও তাঁদের দাবিপূরণ হয়নি। প্রায় হাজার কৃষকের মধ্যে মঙ্গলবার একজন মনোনয়নপত্র জমা দেন। এর পর বুধবার আরও দশজন কৃষক মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর। বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে সংখ্যাটা হাজার ছুঁতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৯৬ সালেও ওই আসনে ১০১৬ জন কৃষক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in