নিজেদের ইচ্ছায় মরছেন, বাড়িতে থাকলেও মারা যেতে পারতেন: আন্দোলনরত কৃষকের মৃত্যুতে হরিয়ানার মন্ত্রী

"৬ মাসে এক থেকে দুই লাখ লোকের মধ্যে ২০০ জন কি মারা যায়না?" প্রশ্ন হরিয়ানার কৃষিমন্ত্রীর
হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল
হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালছবি ট্যুইটার থেকে সংগৃহীত
Published on

গত প্রায় তিনমাস ধরে দিল্লি সীমান্তে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছেন লক্ষাধিক কৃষক। আন্দোলন চলাকালীন দুশোর বেশি কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি আন্দোলনরত সংগঠনগুলোর। কৃষকদের দাবি মানা না দূর তাঁদের মৃত্যু নিয়ে চূড়ান্ত বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল।

হরিয়ানার ভিওয়ানিতে শনিবার দুশো জন কৃষকের মৃত্যু নিয়ে কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এই প্রশ্নের জবাবে প্রথমে হাসেন তিনি। এরপর হাসি হাসি মুখ করেই বলেন, "বাড়িতে থাকলে কী তাঁরা মারা যেতেন না? তাঁরা যদি বাড়িতে থাকতেন, তাহলেও মারা যেতেন। ৬ মাসে এক থেকে দুই লাখ লোকের মধ্যে ২০০ জন কি মারা যায়না?"

এরপর ফের হেসে তিনি বলেন, "কেউ হার্ট অ্যাটাকের কারণে মারা যাচ্ছেন তো কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন।... এঁরা প্রত‍্যেকেই নিজের ইচ্ছায় মরছেন। তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে।"

কৃষকদের মৃত্যু নিয়ে কৃষিমন্ত্রীর এই মন্তব্যে হতবাক বিরোধী নেতা থেকে আমজনতা‌। সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। কংগ্রেস নেতা রনদীপ সিং সুরযেওয়ালা নিজের ট‍্যুইটারে লেখেন, "অসংবেদনশীল মানুষরাই অন্নদাতাদের আন্দোলন প্রসঙ্গে এইধরনের শব্দ প্রয়োগ করতে পারেন।" হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী শেলজার ট‍্যুইট, "আমাদের কৃষক ভাইদের ত‍্যাগের বিষয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এই প্রতিক্রিয়া এবং হাসি অত‍্যন্ত দুঃখজনক।"

যদিও কৃষিমন্ত্রী জেপি দালালের কথায়, তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি জানিয়েছেন, "আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।" কৃষকদের কল‍্যাণের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in