এলাহাবাদ হাইকোর্টের 'রাম ভরোসে' মন্তব্যে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

হাইকোর্টের এমন মন্তব্য কখনই মানা সম্ভব নয় বলে উত্তরপ্রদেশ শীর্ষ আদালতে আবেদন করে
এলাহাবাদ হাইকোর্ট
এলাহাবাদ হাইকোর্ট ফাইল ছবি সংগৃহীত
Published on

মহামারীর ভয়াল রূপ দেখে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট চিকিৎসা ব্যবস্থাকে 'রাম ভরোসে' অর্থাৎ 'সবই রামের ভরসা' বলে আখ্যা দিয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই মন্তব্যে স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্টের এমন নির্দেশ কখনই মানা সম্ভব নয় বলে উত্তরপ্রদেশ শীর্ষ আদালতে আবেদন করে।

উল্লেখ্য, মীরাটের মেডিক্যাল কলেজে মৃত এক অজ্ঞাত পরিচয় করোনা রোগীকে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার বিষয় সামনে আসতেই এমন মন্তব্য করে হাইকোর্ট। গত ১৭ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যের প্রত্যেক শহরে কমপক্ষে ২০টি করে অ্যাম্বুল্যান্স, প্রত্যেক গ্রামে ইনটেনসিভ কেয়ার ইউনিট-সহ কমপক্ষে ২ টি করে অ্যাম্বুল্যান্স রাখতে হবে। আগামী ১ মাসের মধ্যেই এই ব্যবস্থা করতে হবে বলেও আদালতের তরফে জানানো হয়।

'রাম ভরোসে' মন্তব্যকে সামনে রেখে রাজ্যের সলিসিটর জেনারেল বলেন, এরকম মন্তব্য মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে। স্বাস্থ্যকর্মীদের উৎসাহে ভাটা পড়ছে। এমনকী, রাজ্য প্রশাসনের উপরও এর প্রভাব পড়ছে। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে আবেদন করেন, করোনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট হাইকোর্টগুলোতে প্রধান বিচারপতির অধীনেই মামলার শুনানি করা হোক। সুপ্রিম কোর্ট এমন আবেদনকে উড়িয়ে দিয়ে জানায়, এধরণের নির্দেশ আদালত কখনই দিতে পারে না।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in