যোগীর জন্মদিনকে 'বেরোজগার দিবস' হিসেবে পালন করছে রাজ্যের যুব সম্প্রদায়

যুব মঞ্চ এবং যুব হাল্লা বোল- নামক সংগঠনের অধীনে এই প্রতিবাদ দিবসের পালন করা হচ্ছে
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথফাইল চিত্র- সংগৃহীত

যোগী আদিত্যনাথের জন্মদিনকে 'বেরোজগার দিবস' হিসেবে পালন করছেন রাজ্যের যুবসম্প্রদায়। উত্তরপ্রদেশে বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছে। তার প্রতিবাদেই মুখ্যমন্ত্রীর ৫০তম জন্মদিনকে 'বেরোজগার দিবস' হিসেবে পালন করছেন। যুব মঞ্চ এবং যুব হাল্লা বোল- নামক দুটি সংগঠনের অধীনে এই প্রতিবাদ দিবসের পালন করা হচ্ছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যের যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যুব সম্প্রদায়। নতুন শিক্ষকদের চাকরিতে নিয়োগের দাবিতে টুইটারেও প্রচার শুরু করেছেন। পাশাপাশি রাজ্যের লাখো শিক্ষককে ভ্যাকসিন দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র তরফে একটি তথ্য প্রকাশ করা হয়েছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে প্রায় ১ কোটি ভারতীয় কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর কাজ হারিয়েছেন। সাধারণ বেকারত্বের হার রেকর্ড ছাপিয়ে ১৫ শতাংশে গিয়ে পৌঁছেছে। উল্লেখ্য, উচ্চশিক্ষিতদের বেকারত্বের বিষয়টি খুবই উদ্বেগজনক। যা নিয়ে সাধারণত আলোচনা হয়না।

২০১৬ সালের তথ্য অনুসারে, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ৬৩ শতাংশ ছিল। কোভিড পরিস্থিতিতে তা নিশ্চিৎরূপে আরও বৃদ্ধি পেয়েছে। যুব মঞ্চের তরফে দাবি করা হয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর ২০১৯-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশে প্রত্যেক বছর ৮ লাখ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্নাতক হচ্ছেন। কিন্তু মাত্র ৪০ শতাংশই চাকরি পাচ্ছেন। এমপ্লয়মেন্ট অ্যাসেসমেন্ট কোম্পানি 'অ্যাসপায়ারিং মাইন্ডস'-এর রিপোর্ট অনুসারে দেশের ৮০ শতাংশের বেশি ইঞ্জিনিয়ার বেকার।

শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারাই নন, অন্যান্য ক্ষেত্রেও একই অবস্থা। যুব মঞ্চের আহ্বায়ক রাজেশ সাচান বলেন, উত্তরপ্রদেশে সবথেকে বেশি শিক্ষিত বেকার রয়েছেন। যদিও রাজ্যে লাখের বেশি সরকারি চাকরিতে ফাঁকা পদ রয়েছে। কিন্তু বিজেপি সরকার যুব সম্প্রদায়কে ধোকা দিচ্ছে। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু চাকরির দাবিতে রাস্তায় নামলে যোগী সরকার এই চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ করছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in