
আগামীকাল সোমবার উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আগামীকাল ভোট নেওয়া হবে ২০টি জেলায়। মোট ২.২৩ লক্ষ আসনের জন্য আগামীকালের নির্বাচনে প্রার্থী আছেন ৩.৪৮ লক্ষ। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যে ৬টায়। দ্বিতীয় পর্যায়ে ভোট দেবেন মোট ৩.২৩ কোটি ভোটার।
আগামীকালের ভোট হবে লখনৌ, বারাণসী, আজমগড়, এটাওয়া, এটা, কনৌজ, গোন্ডা, গৌতম বুদ্ধ নগর, চিত্রকূট, প্রতাপগড়, বাদাউন, বাগপত, বিজনৌর, মুজফফরনগর, মৈনপুরি, মহারাজগঞ্জ, লখিমপুর খেরি, ললিতপুর এবং সুলতানপুর জেলায়।
দ্বিতীয় দফার ভোটে ৭৮৭টি জেলা পঞ্চায়েত পদ, ১৯,৬৫৩টি ক্ষেত্র পঞ্চায়েত পদ, ১৪৮৯৭ গ্রাম পঞ্চায়েত পদ এবং ১,৮৭,৭৮১ পঞ্চায়েত ওয়ার্ডের জন্য ভোট নেওয়া হবে। এই ক্ষেত্রগুলোতে প্রার্থী আছেন যথাক্রমে ১১,৪৮৩, ৮৫,২৩২, ১,২১,৯০৬ জন।
গত ১৫ এপ্রিল উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্বে ভোট নেওয়া হয়েছে। যেখানে ভোট পড়েছে প্রায় ৭১ শতাংশ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুসারে আগামী ২৫মে-র মধ্যে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন