সংসদে বিতর্কের মানের অবনতি হয়েছে, আক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

তিনি বলেন, সংসদে কোনও বিল নিয়ে সঠিক বিতর্ক, আলোচনা হচ্ছে না। কোন আইন, কীসের উদ্দেশে পাশ করানো হচ্ছে সেটাও ঠিক নেই। সংসদে আইনজীবী বা বুদ্ধিজীবীরা না থাকলে এমনটাই হয়।
সংসদে বিতর্কের মানের অবনতি হয়েছে, আক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
ফাইল চিত্র

সংসদে ঠিক ভাবে কোনও কিছুরই আলোচনা হচ্ছে না। কোনও কিছু নিয়ে বিতর্ক হলেও তার মান একেবারেই যথাযথ নয়। ফলে সংসদে যেটা হচ্ছে, তা খুবই নিম্নমানের। আর তা যথেষ্ট উদ্বেগের। এমনটাই মত প্রকাশ করলেন প্রধান বিচারপতি এন ভি রামানা। পাশাপাশি সংসদে বুদ্ধিজীবী বা আইনজ্ঞ সাংসদ সংখ্যার অপ্রতুলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে এনভি রামানা বলেন, সংসদে কোনও বিল নিয়ে সঠিক বিতর্ক, আলোচনা হচ্ছে না। কোন আইন, কীসের উদ্দেশে পাশ করানো হচ্ছে সেটাও ঠিক নেই। সংসদে আইনজীবী বা বুদ্ধিজীবীরা না থাকলে এমনটাই হয়।

তাঁর কথায়, 'আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনেকেই আইনজ্ঞ ছিলেন। প্রথমে সংসদের দুই কক্ষেও বহু আইনজীবী ছিলেন। সেসময় সংসদে বিতর্কগুলি অনেক সমৃদ্ধ ছিল। এমনকী অর্থবিলগুলিতেও অনেক গঠনমূলক আলোচনা হত। বিল নিয়ে আলোচনা হত, বিতর্ক হত। সবাই স্পষ্ট বুঝতে পারত আইনটা কী।'

প্রসঙ্গত, পেগাসাস, কৃষি আইন, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সরকার বিরোধী তরজার জেরে বাদল অধিবেশনই প্রায় বানচাল হয়ে গিয়েছে। সার্বিকভাবে এক একটা বিল নিয়ে আলোচনা হয়েছে ৮-১০ মিনিট করে। তা নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্ক আরও উস্কে দিলেন প্রধান বিচারপতি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in