

চব্বিশে লোকসভা নির্বাচন। তার আগে ফের দেশে বাড়তে শুরু করেছে ডালের দাম। আর এমন পরিস্থিতিতে দেশীয় বাজারে ডালের দালের উপর লাগাম টানতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।
ডাল, দেশীয় বাজারে অতি গুরুত্বপূর্ণ একটি খাদ্যসামগ্রী। আর তার দাম হঠাত বাড়তেই কপালে হাত দেশের মধ্যবিত্তের। এই আবহে পরিস্থিতি সামলাতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ভারতে অড়হর ও বিউলির ডালের উপর থেকে আমদানি শুল্ক তুলে দেওয়ার সময়সীমা আরও এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হল। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। এবার তা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করে দেওয়া হল।
এর আগে মুসুর ডালের ক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছিল, অক্টোবরের তুলনায় নভেম্বরে দাম আরও বেড়েছে। তথ্য অনুযায়ী, অক্টোবরে ছিল ১৮ শতাংশ, নভেম্বরে যা বেড়ে হয়েছে ২০ শতাংশ।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ২০২২-এ অড়হর ডালের গড় দাম ছিল ১১১-১১২ টাকা প্রতি কেজি, যা ২৮ ডিসেম্বর ২০২৩-এ বেড়ে হয়েছে ১৫২-১৫৩ টাকা প্রতি কেজি। অর্থাৎ অড়হড় ডালের দাম বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। এক বছর আগের তুলনায় অনেকটাই বেড়েছে বিউলির ডালের দামও।
ডালের দাম হ্রাস করতে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে অড়হর ও বিউলির ডালের মজুত করার পরিমান হ্রাস করা এবং এর মেয়াদ বাড়ানো হয়েছে। মজুত রোধ এবং বাজারে যুক্তিসঙ্গত দামে অড়হর ও বিউলি ডালের জোগান বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন