
২৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে এ বছরের মহাকুম্ভ মেলা। ৪৫ দিন ধরে প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলায় ৬৬ কোটি মানুষের সমাগম হয়েছিল। যা আমেরিকার জনসংখ্যার প্রায় দ্বিগুণ। সে রাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি। ২০২৭ সালে আবার আয়োজিত হবে কুম্ভমেলা। এ বার আয়োজক শহর মহারাষ্ট্রের নাসিক। গোদাবরীর তীরে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী কুম্ভমেলা।
মুম্বাইতে NASSCOM টেকনোলজি অ্যান্ড লিডারশিপ ফোরাম জানিয়েছে, ২০২৭ সালে নাসিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ অত্যাধুনিক প্রযুক্তিতে কুম্ভমেলা আয়োজনের পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, যারা সশরীরে কুম্ভে এসে স্নান করতে অপারগ, তাঁরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়্যালি সেই অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
জানা যাচ্ছে, ২০২৭ সালে ১৭ জুলাই থেকে ১৭ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে কুম্ভমেলা। কেন দু’বছরের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভমেলা? দেশের চারটি শহরে অনুষ্ঠিত হয় কুম্ভমেলা – প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রতিটি শহরে কুম্ভমেলা আয়োজনের পৃথক হিসাব রয়েছে। সেই অনুযায়ীই নাসিকে ২০২৭ সালে পরবর্তী কুম্ভমেলার আয়োজন হতে চলেছে।
নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভমেলার আয়োজন করা হয় ১২ বছর অন্তর। এই মেলাকে পূর্ণ কুম্ভমেলা বলা হয়। গোদাবরীর তীরে শেষ কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিলে ২০১৫ সালে। সেই হিসাবে ২০২৭ সালে কুম্ভমেলার আয়োজন হতে চলেছে। শিপ্রা নদীর ধারে উজ্জয়িনীতে শেষ বার কুম্ভমেলা হয়েছিল ২০১৬ সালে। ১২ বছরের হিসাব অনুযায়ী, সেখানে আবার পূর্ণকুম্ভ আয়োজিত হবে ২০২৮ সালে। অর্থাৎ, পর পর দু’বছর মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে দু’টি কুম্ভমেলা হওয়ার কথা।
প্রয়াগরাজ এবং হরিদ্বারে পূর্ণ কুম্ভমেলার পাশাপাশি ছ’বছর অন্তর আয়োজিত হয় অর্ধ কুম্ভমেলা। সেই হিসাব অনুযায়ী, ২০৩১ সালে আরও একটি কুম্ভমেলা আয়োজিত হবে। হরিদ্বারে শেষ পূর্ণ কুম্ভমেলা হয়েছিলে ২০২১ সালে। সেই হিসাব অনুযায়ী ২০২৭ সালে আরেকটি অর্ধ কুম্ভমেলা আয়োজন হওয়ার কথা। সেটা এপ্রিল মাসে হয় সাধারণত।
এছাড়া ১৪৪ বছর অন্তর আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। ১২ টি পূর্ণ কুম্ভমেলা পূর্ণ হলে ১৩তম কুম্ভমেলায় হল মহাকুম্ভ। সম্প্রতি প্রয়াগরাজে আয়োজিত কুম্ভমেলা ছিল ১৩তম পূর্ণ কুম্ভমেলা অর্থাৎ মহাকুম্ভ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন