বিশ্ব হিন্দু পরিষদের মন্দিরে বিয়ে করলেন মুসলিম দম্পতি, হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী!

একজন মাওলানা, দুজন সাক্ষী ও একজন আইনজীবীর উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন মন্দির প্রাঙ্গণে হাজির ছিলেন দুই পরিবারের আত্মীয় ও উভয় সম্প্রদায়ের একাধিক মানুষ।
সম্প্রীতির বার্তা দিতে মন্দিরে বিয়ে!
সম্প্রীতির বার্তা দিতে মন্দিরে বিয়ে!ছবি - ট্যুইটার

বিশ্ব হিন্দু পরিষদ চালিত এক মন্দিরে বিয়ে হয়েছে এক মুসলিম দম্পতির। তাও আবার, ইসলামিক রীতি মেনে। রাবিবার, এমনই অকল্পনীয় ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশের মানুষ।

জানা যাচ্ছে, সিমলার জেলার রামপুরের ঠাকুর সত্যনারায়ণ মন্দির হল- বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয়। আর, এই মন্দিরেই বিয়ে হয়েছে মুসলিম দম্পতির।

একজন মাওলানা, দুজন সাক্ষী ও একজন আইনজীবীর উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন মন্দির প্রাঙ্গণে হাজির ছিলেন দুই পরিবারের আত্মীয় ও উভয় সম্প্রদায়ের একাধিক মানুষ।

কেন এই পদক্ষেপ? উত্তরে, ঠাকুর সত্যনারায়ণ মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক বিনয় শর্মা বলেন, ‘সম্প্রীতির বার্তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মন্দিরটি বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS)-র জেলা কার্যালয়। অনেকেই বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে মুসলিম বিরোধী বলে অভিযোগ করে থাকে। কিন্তু, সেই জায়গাতেই বিয়ে হয়েছে এক মুসলিম দম্পতির। সমাজের বুকে এটি উদাহরণ হিসাবে পরিগণিত হবে।’

সম্প্রীতির বার্তা দিতে মন্দিরে বিয়ে!
ঘুষ কাণ্ডে মূল অভিযুক্ত BJP বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি, তীব্র অস্বস্তিতে পদ্ম শিবির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in