হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করবেন মডেল জেসিকা লালের হত্যাকারীর মা শক্তিরানি। বুধবার ৯০ আসনের মধ্যে ৬৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে গেরুয়া শিবির। তাতেই রয়েছে শক্তিরানির নাম।
আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার নির্বাচন। ফলপ্রকাশ হবে ৮ অক্টোবর। আপাতত ৬৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে কালকা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শক্তিরানি। এই শক্তিরানি হলেন নব্বইয়ের দশকে মডেল জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মা।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে খুন হন জেসিকা লাল। দিল্লির এক বেআইনি বারে তিনি কাজ করতেন। সেখানে মাঝরাতে তিন বন্ধুর সাথে যান মানু শর্মা। তিনি ওই মডেলকে ১০০০ টাকার পরিবর্তে মদ দিতে বলেন। কিন্তু জেসিকা রাজি হনি। এরপর বন্দুক বের করে সিলিং-এ গুলি করেন। তারপরেও নিজের মন্তব্যে অনড় থাকেন জেসিকা লাল। দ্বিতীয় গুলিটি জেসিকার মাথায় করেন মানু। ২০০৬ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু শর্মার। ২০২০ সালে দিল্লির লেফটিন্যান্ট গভর্নর ভদ্র আচরণের কারণে ওই অপরাধীকে মুক্তি দেন।
এই মানু শর্মার বাবা বিনোদ শর্মা হরিয়ানার প্রাক্তন বিধায়ক। বিনোদ শর্মার রাজনৈতিক উত্থান কংগ্রেসের হাত ধরে। ১৯৮০-১৯৮৫ পর্যন্ত পাঞ্জাবের বানপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ১৯৯২-১৯৯৮ পর্যন্ত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জেসিকা লালের হত্যাকাণ্ডের পর তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন।
২০০৪ সালে ফের কংগ্রেসে ফেরেন বিনোদ শর্মা। ২০০৫ বিধানসভা নির্বাচনে হরিয়ানার আম্বালা সিটি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন। পরপর দু'বার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিনোদ। ২০১৪ সালে কংগ্রেসের বিরুদ্ধেই প্রচার করার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই বছর মে মাসে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে জন চেতনা পার্টি নাম দিয়ে নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।
বিনোদ শর্মা এবং তাঁর স্ত্রী শক্তিরানি শর্মা ২০১৪ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থীদের কাছে পরাজিত হন। চলতি সপ্তাহেই নিজের স্বামীর জন চেতনা পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শক্তিরানি। তখনই নিশ্চিত হয়েছিল যে তিনি বিজেপির টিকিটে এই বিধানসভায় লড়াই করবেন।
ওই ৬৭ জন বিজেপি প্রার্থীর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তাঁকে কুরুক্ষেত্র জেলার লডওয়া আসনে প্রার্থী করা হয়েছে। হরিয়ানা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়কে রোহতক জেলার বাদলী আসনের টিকিট দেওয়া হয়েছে। এছাড়া অনিল ভিজকে টিকিট দেওয়া হয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট আসনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন