পেট্রোল ডিজেলের প্রতিদিনকার মূল্যবৃদ্ধি থেকে টাকা লুঠ করছে মোদি সরকার - ইয়েচুরি

মঙ্গলবার ইয়েচুরি বলেন – বাজেটে টিকাকরণের জন্য ৩০ হাজার কোটি টাকার সংস্থান রাখা ছিলো। তা থেকে ১০ হাজার কোটি টাকারও কম খরচ হয়েছে। পেট্রোলিয়াম সেস বাবদ আদায় ৩.৪ লক্ষ কোটি। কোনো ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়নি।
সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরিফাইল ছবি সংগৃহীত

মোদি সরকার পেট্রোল ডিজেলের প্রতিদিনকার মূল্যবৃদ্ধি থেকে টাকা লুঠ করছে। মঙ্গলবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রসঙ্গত, সোমবার লোকসভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি জানিয়েছেন পেট্রোলিয়াম পণ্যের সেস এবং সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বাবদ প্রাপ্ত ৩.৪ লক্ষ কোটি টাকার একটা বড়ো অংশ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ফ্রি ভ্যাকসিন দেবার কাজে খরচ করা হয়েছে। এছাড়াও এই টাকায় ৮০ কোটি মানুষ ২০২০-র এপ্রিল থেকে মে এবং এই বছরের মে-জুন মাসে রেশন পেয়েছেন। মন্ত্রীর এই লিখিত উত্তরের পরেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক।

মঙ্গলবার এক ট্যুইট বার্তায় ইয়েচুরি বলেন – বাজেটে টিকাকরণের জন্য ৩০ হাজার কোটি টাকার সংস্থান রাখা ছিলো। সেই টাকা থেকে ১০ হাজার কোটি টাকারও কম খরচ হয়েছে। পেট্রোলিয়াম সেস বাবদ আদায় হয়েছে ৩.৪ লক্ষ কোটি। কোনো ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়নি। সাধারণ মানুষকে ভ্যাকসিনের জন্য টাকা খরচ করতে হচ্ছে। মোদি সরকার পেট্রোল ডিজেলের প্রতিদিনকার মূল্যবৃদ্ধি থেকে টাকা লুঠ করছে।

নিজের ট্যুইটের সঙ্গে ইয়েচুরি এক সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করেছেন। যে প্রতিবেদন অনুসারে, ২০২০-২১ আর্থিক বছরের ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোলে সেস বাবদ আয় করেছেন ১,০১,৫৯৮ কোটি টাকা এবং ওই একই সময়ে ডিজেলে সেস বাবদ আদায় করেছে ২,৩৩,২৯৬ কোটি টাকা। এর মধ্যে পেট্রোলে সবথেকে বেশি সেস আদায় করেছে মধ্যপ্রদেশ এবং ডিজেলে সবথেকে বেশি সেস আদায় করেছে রাজস্থান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in