

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও বিষয় নিয়ে জনমতের ভিত্তিতে কখনই বিচার করা উচিত নয়। বুধবার দিল্লিতে বিচারপতি পিডি দেশাই মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে 'রুল অফ ল' নামক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিচারপতিদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি বলেন, ছড়িয়ে পড়া মতামত সবসময় সত্যি নাও হতে পারে।
নতুন মিডিয়া আইনের মাধ্যমে কখনই সত্যি, মিথ্যা এবং ঠিক, ভুল, ভালো, মন্দ বিচার করা যায় না। সুতরাং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কখনই কোনও মামলার নিষ্পত্তি হওয়া উচিত নয়। রামানা বলেন, অনেক সময় বাইরে থেকে প্রভাব খাটিয়ে আলোচনার আসল দিক অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনেক সময় কোনও প্রতিষ্ঠানের ভাবমূর্তিও পরিবর্তন করে দেয়। যা বিচারক ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণ ভিন্ন ভাবধারায় নিয়ে যায়। যা আসল সত্যি থেকে অনেক দূরে।
সম্পূর্ণ স্বাধীন বিচারব্যস্থা নিয়ে বলতে গিয়ে বিচারপতি রামানা বলেন, বিচারব্যবস্থাকে কখনই কোনও সরকার দ্বারা পরিচালনা করা উচিত নয়। বিচারব্যবস্থা কখনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের প্রতিনিধি বা আমলা দ্বারা পরিচালনা করা উচিত নয়। তা না হলে আইনের সমস্ত নিয়ম বিভ্রান্তকর হয়ে যাবে। রাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এগজিকিউটিভ, লেজিসলেচার ও জুডিশিয়ারি। যা সংবিধানের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সমানভাবে গুরুত্বপূর্ণ অঙ্গ।
বিচারব্যবস্থার ভূমিকা যদিও খুব সীমিত, তাও সত্যিটাই তুলে ধরা উচিত বিচারকদের সামনে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন