সামরিক ক্ষেত্রেও বেসরকারিকরণ চায় কেন্দ্র

মঙ্গলবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, সামরিক সরঞ্জাম নির্মাণে বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে ঢালাওভাবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংফাইল ছবি- সংগৃহীত

সামরিক সরঞ্জাম, অস্ত্র, উপকরণ, প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রাংশ উৎপাদন, গবেষণা কেন্দ্র, উৎক্ষেপণ কেন্দ্র- গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক বেসরকারি সংস্থাই। এমনটাই ইচ্ছে কেন্দ্রের। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন রেল, বন্দর, বিমানবন্দর, টেলিকম, সড়কের বেসরকারিকরণ করে আগামী চার বছরে ৬ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

অন্যদিকে মঙ্গলবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, সামরিক সরঞ্জাম নির্মাণে বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে ঢালাওভাবে। অর্থাৎ বেসরকারি সংস্থা এবার অস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাণ করলেও যাবতীয় সুযোগ সুবিধা সরকারি সংস্থা থেকেই নিতে পারবে।

প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ্য, সামরিক সরঞ্জামে ভারত শুধুই আমদানি করে, এমন দুর্নাম মুছে দেওয়া। যাতে ধীরে ধীরে রফতানিকারী দেশেও পরিণত হওয়া যায়, সেই চেষ্টা করা। তাই বেসরকারি সংস্থাকে আমরা আহ্বান করছি আরও বেশি করে গোটা প্রক্রিয়ায় সংযুক্ত হতে।

মাল্টি মোড গ্রেনেড, অর্জুন মার্ক ওয়ান ট্যাঙ্ক, আনম্যানড সারফেস ভেহিকল, সি থ্রু আর্মার এখনই বেসরকারি সংস্থাগুলি নির্মাণ করতে শুরু করেছে। জানা গিয়েছে, কেন্দ্র চায়, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে এগিয়ে আসুক স্টার্ট আপ কোম্পানিও। বেসরকারি সংস্থাকে সরকারি গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপেমেন্ট অর্গানাইজেশনকে বিনামূল্যে প্রযুক্তি হস্তান্তরও করছে।

চারশোর বেশি পেটেন্টও দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০২১-২২ আর্থিক বছরের বাজেটে ভারতের অভ্যন্তর থেকেই সামরিক সরঞ্জাম উৎপাদন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট ১০ শতাংশ বাড়িয়ে ধার্য হয়েছে ৬৪ শতাংশ। এই বরাদ্দের সিংহভাগ বেসরকারি সংস্থার জন্য। আগামী চার বছরে কেন্দ্রের টার্নওভারের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in