পেট্রোপণ্য থেকে ৩ বছরে কেন্দ্রের আয় ৮ লক্ষ কোটি

অর্থমন্ত্রী জানান, ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত লিটার প্রতি পেট্রোলের দামের উপর আবগারি শুল্ক বসানো হয়েছিল ১৯ টাকা ৪৮ পয়সা। আর ২০২১-এর ৪ নভেম্বরে সেই শুল্ক বেড়ে হয়েছে ২৭ টাকা ৯০ পয়সা।
পেট্রোপণ্য থেকে ৩ বছরে কেন্দ্রের আয় ৮ লক্ষ কোটি
গ্রাফিক্স - নিজস্ব
Published on

গত তিন আর্থিক বছরে পেট্রোল ও ডিজেলের কর থেকে কেন্দ্রের মোট আয় হয়েছে ৮.০২ লক্ষ কোটি টাকা। শুধু ২০২০-২১ অর্থবর্ষে আয় হয়েছে ৩.৭১ লক্ষ কোটি টাকা। লোকসভায় এমনই হিসেব পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পেট্রোল- ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। শেষপর্যন্ত কিছুটা কর কমিয়েছে কেন্দ্র।

অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষে পেট্রোল ও ডিজেল থেকে শুল্ক বাবদ ২ লক্ষ ১০ হাজার ২৮২ কোটি টাকা, ২০১৯-২০ -তে ২ লক্ষ ১৯ হাজার ৭৫০ কোটি টাকা ও ২০২০-২১ সালে ৩ লক্ষ ৭১ হাজার ৯০৮ কোটি টাকা আয় হয়েছে।

পেট্রোপণ্যের অধিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী জানান, ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত লিটার প্রতি পেট্রোলের দামের উপর আবগারি শুল্ক বসানো হয়েছিল ১৯ টাকা ৪৮ পয়সা। আর ২০২১-এর ৪ নভেম্বরে সেই শুল্ক বেড়ে হয়েছে ২৭ টাকা ৯০ পয়সা। পাশাপাশি ঠিক ওই একই সময়ে অর্থাৎ ২০১৮-র ৫ অক্টোবর পর্যন্ত লিটার প্রতি ডিজেলের উপর আবগারি শুল্ক বসানো হয়েছিল ১৩ টাকা ৩৩ পয়সা, ২০২১-এর নভেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে লিটার প্রতি ২১ টাকা ৮০ পয়সা। এর ফলেই মাত্রাতিরিক্ত বেড়েছিল জ্বালানির দাম।

গত ২ ফেব্রুয়ারি থেকে আবগারি শুল্ক বাড়তে থাকে। পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক বেড়ে দাঁড়ায় ৩২ টাকা ৯৮ পয়সা ও ৩১ টাকা ৮৩ পয়সা। কিন্তু দীপাবলির আগে ফের সেই দাম কমে দাঁড়িয়েছে পেট্রোলে ২৭ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ২১ টাকা ৮০ পয়সা।

পেট্রোপণ্য থেকে ৩ বছরে কেন্দ্রের আয় ৮ লক্ষ কোটি
মোদী সরকার ২০১৪ থেকে ৬.১১ লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মকুব করেছে - সীতারাম ইয়েচুরি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in