

নিজের সরকারি বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারে বদলে ফেললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শুধু তাই নয়, সরকারের কাছে তাঁর আবেদন যেন সকল বিরোধী বিধায়কেরই সরকারি বাসভবন কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হয়। এই মর্মে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে চিঠিও লিখেছেন। এর একটি কপি তিনি মুখ্যমন্ত্রীকেও পাঠিয়েছেন।
সম্পূর্ণ ব্যক্তিগত খরচায় এই কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে অক্সিজেন ও খাবারের ব্যবস্থা করেছেন লালুপুত্র। তাঁর ১ নং পোলো রোডের বাড়ি দেখলে বোঝারই উপায় নেই, সেটি একটি সরকারি বাসভবন। সংবাদ সংস্থা এএনআইকে তেজস্বী বলেন, 'আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন সব সরকারি বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারে বদলে ফেলা হয়। কারণ একাধিক সরকারি হাসপাতালে করোনা রোগীরা বেড, অক্সিজেন পাচ্ছেন না।'
বিরোধী হিসেবে দায়িত্ব পালন করার জন্যই রাষ্ট্রীয় জনতা দল তাদের সব সরকারি বাসভবন করোনা সেন্টারের জন্য তুলে দিতে চায় বলেও জানান তেজস্বী যাদব। তেজস্বীর দাবি, এই সরকারি বাসভবনগুলিকে করোনা কেয়ার সেন্টারে তৈরি করতে চেয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি লিখেছেন তিনি।
তবে, নীতীশ কুমারের কাছ থেকে কোনও প্রত্যুত্তর আসেনি বলেই দাবি তাঁর। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বিহারে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮৬ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন