

বিহারে ক্ষমতায় এলে মহিলাদের বার্ষিক ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে ‘মহাগঠবন্ধন’। আগামী বছরের জানুয়ারিতেই প্রথম বছরের টাকা ঢুকে যাবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মাই বহিন যোজনা’। মহিলা ভোটকে নজরে রেখে এই পরিকল্পনা নিয়েছে ‘মহাগঠবন্ধন’।
বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের দুই দিন আগে মঙ্গলবার সকালে একথা ঘোষণা করেছেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মকর সংক্রান্তি'র দিন মহিলাদের প্রথম বছরের ৩০,০০০ টাকা দেওয়া হবে।
তিনি বলেন, “আমি নির্বাচনী প্রচারে অনেক জায়গায় গিয়েছি এবং মহিলাদের সাথে কথা বলেছি। বিহারের সমস্ত মা ও বোনেরা 'মাই বহিন মান যোজনা' নিয়ে উচ্ছ্বসিত। তাঁরা বলছে যে এই যোজনা তাঁদের অর্থনৈতিক ন্যায়বিচার প্রদান করবে।“
গত সপ্তাহে প্রকাশিত মহাগাঠবন্ধনের ইশতেহারেও এই বিষয়টির উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছিল, ক্ষমতায় এলে ১ ডিসেম্বর থেকে মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা এবং পরবর্তী পাঁচ বছরের জন্য প্রতি বছর ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার আরজেডি নেতা আরও জানিয়েছেন, তারা ক্ষমতায় এলে কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) অতিরিক্ত বোনাস হিসেবে প্রতি কুইন্টাল ধানের জন্য ৩০০ টাকা এবং গমের জন্য ৪০০ টাকা পাবেন।
তিনি বলেন, শিক্ষক, পুলিশ কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী এবং অন্যান্য কর্মচারীদের নিজ জেলার ৭০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ট্রান্সফার এবং পোস্টিং নিশ্চিত করবে মহাগঠবন্ধন সরকার। পুরাতন পেনশন প্রকল্প (ওপিএস)-ও বাস্তবায়ন করবেন তারা ক্ষমতায় এলে।
মহিলা ভোটের দিকে নজর রেখেছে নীতিশ কুমারের এনডিএ জোটও। ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতিশের সরকার। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য করা হয়। ১০,০০০ টাকা করে দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন