Haryana: পড়ুয়াদের 'গুড মর্নিং'-র পরিবর্তে 'জয় হিন্দ' বলতে হবে! নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের

People's Reporter: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করার জন্য 'গুড মর্নিং'-এর পরিবর্তে 'জয় হিন্দ' বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে হরিয়ানার সমস্ত স্কুলে 'গুড মর্নিং'-র পরিবর্তে 'জয় হিন্দ' বলার নির্দেশিকা জারি করলো সে রাজ্যের সরকার। পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, হরিয়ানায় ১৪,৩০০টি সরকারি স্কুল এবং প্রায় ৭,০০০টি বেসরকারি স্কুল রয়েছে। সরকারি এবং বেসরকারি স্কুল মিলিয়ে প্রায় ৫০ লক্ষ পড়ুয়া রয়েছে। আগামী ১৫ অগস্ট ভারতের স্বাধীনতার ৭৮ বছর পূর্তি হতে চলেছে। সকলকেই ওই দিন থেকে 'জয় হিন্দ' বলতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

বিজ্ঞপ্তিটি জেলা শিক্ষা আধিকারিক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। সকলকেই এই নির্দেশ পালন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছাত্রদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করার জন্য 'গুড মর্নিং'-এর পরিবর্তে 'জয় হিন্দ' বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ছাত্ররা প্রতিদিন জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং আমাদের দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে নেতাজি সুভাষ চন্দ্র বসু 'জয় হিন্দ' শব্দ ব্যবহার করেছিলেন। পড়ুয়ারাও গর্বের সাথে ব্যবহার করুক"।

প্রতীকী ছবি
RG Kar Hospital Case: লাগাতার বিক্ষোভের জেরে ইস্তফা আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in