

জাতীয় পর্যায়ে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট তৈরি করতে হবে। রাজ্যের উপর কেন্দ্রের 'কেমিক্যাল অ্যাটাক'-এর কথা উল্লেখ করে তেমনই জোট তৈরি করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছে আবেদন করেছেন ডিএমকের সভাপতি এম কে স্ট্যালিন।আসন্ন ৬ এপ্রিল রাজ্য বিধানসভার ভোট উপলক্ষে তামিলনাড়ুর সালেমে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে স্ট্যালিন বলেন, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদী চিন্তাভাবনার কারণে দেশের দমবন্ধকর অবস্থা। দেশকে বাঁচাতে গান্ধি পরিবার বড় ভূমিকা পালন করে এসেছে।
এদিনের জনসভায় অংশগ্রহণ করেছিল ডিএমকের নেতৃত্বাধীন সমস্ত শরিক এমনকী, রাহুল গান্ধিও অংশগ্রহণ করেছিলেন। শাসক এআইএডিএমকে জোট শরিক পাট্টালি মাক্কাল কাটচি, বিজেপি প্রমুখর সঙ্গে মিলে এই নির্বাচনে লড়তে চলেছে। বিজেপি একা লড়ে ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি। সেইসময়ই তামিলনাড়ু থেকে একপ্রকার ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল বিজেপি বলে জানান স্ট্যালিন।
তিনি আরও বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। তার মানে এই যে, ৬৩ শতাংশ মানুষ তখনই বিজেপিকে বিদায় জানিয়েছিল। কিন্তু এইসব ভোটাররা অন্য দলের জন্য ভোট দিয়েছিলেন। জাতীয় পর্যায়ে এমন কোনও জোট ছিল না গত লোকসভা নির্বাচনে। যদিও এবার রাহুল গান্ধির এখন বিজেপির বিরুদ্ধে জোটশক্তি গঠন করতে উদ্যোগী হতে হবে। শুধু রাহুল গান্ধিই একাই নন, কংগ্রেসের নেতাদেরও মিলিতভাবে এমন একটি বিজেপি বিরোধী জোট গঠন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। রাহুলকে নিজের ভাই বলে সম্বোধন করে স্ট্যালিন বলেন, কংগ্রেস সাংসদরা তাঁকে 'স্যার' বলে ডাকতে বারণ করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন