

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন (M K Stalin) একটি ‘সর্বভারতীয় সামাজিক ন্যায়বিচার মঞ্চ’ (All India Federation for Social Justice) চালু করতে প্রস্তুত। যেখানে সারা দেশ থেকে পিছিয়ে পড়া শ্রেণীর নেতারা থাকবেন। প্রজাতন্ত্র দিবসে ‘সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম এবং সামাজিক ন্যায়বিচার আন্দোলনের জন্য যৌথ জাতীয় কর্মসূচি’ শীর্ষক একটি জাতীয় ওয়েবিনারে ভাষণ দেওয়ার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, “প্রস্তাবিত অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিস” সমস্ত রাজ্যকে সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত বিষয়ে পরামর্শ দেবে।”
স্ট্যালিন বলেন যে, প্রতিটি রাজ্যে অনগ্রসর এবং নিপীড়িত সম্প্রদায়ের শতাংশ আলাদা হতে পারে, তবে সামাজিক ন্যায়বিচারের আদর্শ একই। ‘সবার জন্য সবকিছু’ শ্লোগান এই ফেডারেশনের ভিত্তি হবে। সংগঠনটি ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো’ এবং ‘সামাজিক ন্যায়বিচারের নীতি’-র আদর্শে কাজ করবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও বলেন যে, সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় ওবিসিদের (OBC) জন্য ২৭ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে বিজেপি যথাযথ ভূমিকা পালন করছে না।
তিনি বলেন, “এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি মহান বিজয়। আমরা এটি সহজে পাইনি, আমরা জনগণের আদালতে, বিচারের আদালতে, রাজ্যের বিধানসভায় এবং সংসদে প্রতিবাদ করেছি। আমরা যা অর্জন করেছি তাতে আমরা গর্বিত।” পাশাপাশি বলেন, “কেন্দ্র সরকার ঠিক সেভাবে ওবিসি (OBC) এবং এসসি (SC) দের হাতে সংরক্ষণ তুলে দেয়নি।” ডিএমকে (DMK) -র সভাপতির কথায় – “সামাজিক ন্যায়বিচার মানে জীবনের সব ক্ষেত্রে সামাজিক সমতা নিশ্চিত করা, শুধু শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নয়।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন