
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার। পাঞ্জাব থেকে ওই ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জসবীর সিং। 'জান মহল' নামে ইউটিউব চ্যানেল চালাতেন তিনি।
রূপনগর জেলার মহলান গ্রামের বাসিন্দা জসবীর। আপাতত তাকে মোহালির স্টেট স্পেশাল অপারেশন সেল (SSOC)-এর হেফাজতে রাখা হয়েছে। বেশ কিছুদিন আগে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, হরিয়ানার জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগাযোগ ছিল ধৃত জসবীরের। প্রায়ই দু'জনের ফোনে কথা হত বলেও খবর। জানা গেছে, জ্যোতির গ্রেফতারির পরই পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের সমস্ত তথ্য মুছে ফেলার চেষ্টা করেছিলেন জসবীর।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত জসবীরের পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা শাকির ওরফে জুট রন্ধাওয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শাকির ভারতীয় বংশোদ্ভূত হলেও, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করতেন। এমনকি ধৃতের সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশেরও পরিচয় ছিল। যাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, দানিশের আমন্ত্রণে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে পাকিস্তানের জাতীয় দিবস উৎযাপনে যোগ দিয়েছিলেন জসবীর। ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে তিনবার পাকিস্তানে গিয়েছেন তিনি। বর্তমানে ধৃতকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এখনও পর্যন্ত পাঞ্জাব পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন - অমৃতসরের আজনালা থেকে ফালাক্ষর মসিহ ও সুরজ মসিহ, মালেরকোটলার বাসিন্দা ৩১ বছর বয়সী মহিলা গুজালা, ইয়ামিন মোহাম্মদকেও গত মাসে হেফাজতে নেওয়া হয়েছে। আইএসআইকে সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগে আরও দুই ব্যক্তি - সুখপ্রীত সিং এবং করণবীর সিংকে গুরুদাসপুর থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন