

বিজেপিতে যোগ দেওয়ার পর কোনো তদন্ত নেই তাঁর বিরুদ্ধে। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে না। শান্তিতে ঘুমাচ্ছেন তিনি। প্রকাশ্য জনসভায় একথা বললেন মহারাষ্ট্রের বিজেপি নেতা হর্ষবর্ধন পাটিল।
পুনের ইন্দপুরের প্রাক্তন বিধায়ক হর্ষবর্ধন পাটিল ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বুধবার পুনের মাভালে হওয়া একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় পাটিল বলেন, "আমাদেরও বিজেপিতে যেতে হয়েছিল। উনি (মঞ্চে তাঁর পাশে বসা বিরোধী দলের একজনকে উদ্দেশ্যে করে) আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কেন বিজেপিতে যোগ দিয়েছি। আমি ওনাকে বলেছি এই প্রশ্নটা ওনার নেতাকে জিজ্ঞেস করতে। বিজেপিতে আসার পর সবকিছু খুব সহজ হয়ে গেছে, রাস্তা অনেক মসৃণ। এখানে সবকিছু শান্তিপূর্ণ। কোনো তদন্ত নেই আমার বিরুদ্ধে। শান্তিতে ঘুমাই আমি এখন।"
পাটিলের এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, বুধবারই এনসিপি প্রধান শরদ পাওয়ার অভিযোগ করেছিলেন সিবিআই, ইডি, এনসিবি, আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধীদের হয়রানি করছে কেন্দ্রের শাসকদল বিজেপি। কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করা হচ্ছে। তাঁর দলের নেতা অনিল দেশমুখের বাড়িতে বারবার তল্লাশি প্রসঙ্গে একথা বলেছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন