

পুদুচেরি, ১৪ মার্চ: পুদুচেরির ক্ষমতা দখলে সবরকমে চেষ্টাই চালাচ্ছে বিজেপি। অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (এআইএডিএমকে)-র সঙ্গে মিলে আগামি ৬ এপ্রিলের নির্বাচনে লড়তেও রাজি তারা। প্রায়ই প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের সেখানে বার বার সফরে যাওয়াই এর প্রমাণ।
প্রাক্তন বিজেপি নেতা ড. তামিলিসাই সৌন্দর্যারাজনকে সেখানকার লেফটেন্যান্ট গর্ভনর করার পিছনে দলের একটি কৌশলগত কারণ রয়েছে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও সেখানে পুরো দমে কাজে লাগাচ্ছে বিজেপি। শতাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানকার মানুষকে এই গ্রুপে যোগ দিতে অনুরোধও করে বলা হচ্ছে, পুদুচেরিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠন করতে হবে। নির্বাচনের ঠিক আগে আগেই সম্প্রতি ভি নারায়নস্বামীর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে অন্যান্য শরিক দলের বিধায়কদের পর্যন্ত প্রলুব্ধ করতে ছাড়েনি।
রাজ্যের সব জায়গায় পোলিং বুথে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে অল্পবয়সী ছেলেমেয়েদের নিয়োগও করা হয়েছে। ভোটারদের এই গ্রুপে যোগচানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপি কী করে সাধারণ ভোটারদের ফোন নম্বর জোগাড় করতে পারল? প্রশ্নের মুখে পড়েছে বহু সংস্থাও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন