Menstrual Leave: পড়ুয়াদের ঋতুকালীন ছুটির সিদ্ধান্ত নিল সিকিম বিশ্ববিদ্যালয়

People's Reporter: জানা গেছে, দিন পনেরো আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাত্র সংসদের পক্ষ থেকে ঋতুকালীন ছুটির বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ঋতুচক্রের সময় প্রতি মাসে এক দিন করে ছুটি নিতে পারবেন সিকিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। নতুন নীতি গ্রহণ করেছে সিকিম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, দিন পনেরো আগে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঋতুকালীন ছুটির বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করে। তারপরেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তবে সিকিম বিশ্ববিদ্যালয়ই প্রথম নয়। এর আগে দেশের একাধিক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রীদের উচ্চশিক্ষায় আগ্রহী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে। এর আগে গত বছর কেরালা সরকার সে রাজ্যের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ঋতুকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয়। সম্প্রতি আইটিআইকেও এই আওতায় আনা হয়েছে। সেখানে প্রতি মাসে দু’দিন করে ছুটি নিতে পারবেন পড়ুয়ারা বলে জানানো হয়েছে।

এছাড়া, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের জন্য প্রতি মাসে এক দিন করে ঋতুকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। পড়ুয়ারা প্রতি সেমিস্টারে সর্বাধিক চারটি ছুটি নিতে পারবে। এছাড়া এই বিষয় নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নোটিশ বোর্ডে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ঋতুকালীন ছুটির বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষিত নীতি নেই। ঋতুকালীন ছুটি নিয়ে কেন্দ্রীয় ভাবেও কোনও নীতি কার্যকর করা হয় নি। বিভিন্ন রাজ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্তরে এই নীতি গৃহীত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সে সময় দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, কাজের জায়গায় ঋতুকালীন সবেতন ছুটি বাধ্যতামূলক করা হলে তা মহিলাদের বিরুদ্ধেই যেতে পারে। কর্মক্ষেত্রে তাঁদের পিছিয়েও পড়তে হতে পারে।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in