সিমলা পুরসভা হাতছাড়া হল বিজেপির। ৩ রা মে অনুষ্ঠিত এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। মোট ৩৪ আসন বিশিষ্ট সিমলা পুরসভায় ২৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপির দখলে গেছে ৯টি আসন এবং ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১টি আসনে জয়ী হয়েছে সিপিআইএম। এই নির্বাচনে ২১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো আসনে জয়ী হয়নি আপ।
এবারের নির্বাচনে ভোটের শতকরা হার ছিল ৫৯ শতাংশ। নির্ধারিত সময়ের এক বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতবছরের জুন মাসেই মেয়াদ শেষ হয়েছিল সিমলা পুরসভার। যদিও ডিলিমিটেশনকে কেন্দ্র করে আইনি জটের কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৭ সালে সিমলা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নির্বাচনে জয়ের পর সিমলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। হিমাচল প্রদেশের কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংও সিমলার মানুষকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এবারের নির্বাচনে সামারহিল (৫ নম্বর ওয়ার্ড)-এ জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী বীরেন্দ্র ঠাকুর। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জগদীশ ঠাকুরকে ৭৮ ভোটে পরাজিত করেছেন।
এই নির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপি শাসিত পুরসভার প্রাক্তন মেয়র সত্য কাউন্ডাল পরাজিত হয়েছেন সাজুলি চক ওয়ার্ডে। কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দর চৌধুরীও ভারারি ওয়ার্ডে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন