Share Market: সপ্তাহের কেনাবেচার শেষ দিনে শেয়ার বাজারে আবার ধস, সেনসেক্স পড়লো ৯০০ পয়েন্ট
সপ্তাহের কেনাবেচার শেষ দিনে আবারও ধস নামলো শেয়ার বাজারে। গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স ছিলো ৫৫,৩২০.২৮ পয়েন্টে। এদিন বাজার খোলার সময় সেনসেক্স নেমে যায় ৫৪,৭৬০.২৫ পয়েন্টে। বেলা সাড়ে বারোটায় এই খবর লেখার সময় প্রায় ৯২১ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়ে ৫৪৫,৪০১.৪৭ পয়েন্টে। এদিন এখনও পর্যন্ত সেনসেক্সে ডে হাই ৫৪,৭৮০.৭৮ পয়েন্ট। ডে লো ৫৪,৪২৩.৯৮ পয়েন্ট।
সেনসেক্সের পাশাপাশি এদিন এখনও পর্যন্ত নিফটি পড়েছে প্রায় ২৩৬.৪০ পয়েন্ট। এই খবর লেখার সময় নিফটি দাঁড়িয়ে ১৬,২৪১.৭০ পয়েন্টে। গতকাল নিফটি বন্ধ হয়েছিলো ১৬,৪৭৮.১০ পয়েন্টে। এদিন নিফটি খোলে ১৬,২৮৩.৯৫ পয়েন্টে। এখনও নিফটির ক্ষেত্রে ডে হাই ১৬,৩২৪.৭০ পয়েন্ট এবং ডে লো ১৬,২২৭.৩৫ পয়েন্ট। নিফটি নেমে গেছে ১৬,২৫০ পয়েন্টের নীচে।
এদিন বাজারে সবথেকে পতন হয়েছে বাজাজ ফিনান্স, কোটাক মাহিন্দ্রা এবং হিন্দালকোর শেয়ারে। এছাড়াও দাম পড়েছে ইন্ডিয়াবুলস হাউসিং, চোলামন্ডলম ফিনান্স, গুজরাট গ্যাস, টিভি ১৮, জেনসার টেকনোলজি, বিইএমএল, উইপ্রো, টেক মাহিন্দ্রা, মাইন্ডট্রী, ইনফোসিস, কোফোরজ, পারসিস্ট্যান্ট সিস্টেমস, টাটা কনসালটেন্সি, এল অ্যান্ড টি টেকনোলজির শেয়ারের।
এদিন দাম পড়েছে সেইল, ভোডাফোন, ব্যাঙ্ক অফ বরোদা, ফিউচার কনসিউমার, ইয়েস ব্যাঙ্ক, ওএনজিসি প্রভৃতি শেয়ারেরও। নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি আইটি, নিফটি মিডিয়া, নিফটি ফার্মা, নিফটি রিয়েলিটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক প্রভৃতি ক্ষেত্রেও ভালোরকম দাম পড়েছে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

