শেয়ার বাজারে ধস
শেয়ার বাজারে ধসছবি - সংগৃহীত

Sensex: সকালেই ধাক্কা, সেনসেক্স নামলো ৪৫০ পয়েন্ট, পতন নিফটিতেও

সকাল সাড়ে দশটা পর্যন্ত সেনসেক্স পড়েছে ৩৮১.০৪ পয়েন্ট। অন্যদিকে নিফটি পড়েছে ১১১.২৫ পয়েন্ট। গতকাল ৩০৬ পয়েন্ট নেমে সেনসেক্স বন্ধ হয়েছিল ৫৫,৭৬৬ পয়েন্টে। একইভাবে ৮৮ পয়েন্ট নেমে নিফটি বন্ধ হয় ১৬,৬৩১ পয়েন্ট।
Published on

সোমবারের পর মঙ্গলবারও ধাক্কা শেয়ার বাজারে। এদিন সকাল থেকেই নেমেছে সেনসেক্স ও নিফটি। সকাল সাড়ে দশটা পর্যন্ত সেনসেক্স পড়েছে ৩৮১.০৪ পয়েন্ট। অন্যদিকে নিফটি পড়েছে ১১১.২৫ পয়েন্ট। গতকাল ৩০৬ পয়েন্ট নেমে সেনসেক্স বন্ধ হয়েছিল ৫৫,৭৬৬ পয়েন্টে। একইভাবে ৮৮ পয়েন্ট নেমে নিফটি বন্ধ হয় ১৬,৬৩১ পয়েন্ট।

মঙ্গলবার সকালে বাজার খোলার সময় সেনসেক্স সামান্য বেড়ে ৫৫,৮৩৪.৩৮ পয়েন্টে খোলে। যদিও এরপর থেকেই পতন শুরু হয় সেনসেক্সে। এদিনের ডে হাই এখনও পর্যন্ত ৫৫,৮৩৪.৮৮। সকাল সাড়ে দশটা পর্যন্ত ডে লো ৫৫,২৯৫.৯০ পয়েন্ট।

নিফটির ক্ষেত্রে গতকাল বন্ধ হওয়া ১৬,৬৩১.০০ পয়েন্টে থেকে মাত্র ২ পয়েন্ট বেড়ে নিফটি খোলে ১৬,৬৩২.৯০ পয়েন্টে। এরপরেই নিফটি পড়ে যায় প্রায় ১০০ পয়েন্ট। এখনও পর্যন্ত ডে হাই ১৬,৬৩৬.১০ এবং ডে লো ১৬,৪৯৫.৫৫।

মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত বাজারে সর্বাধিক পতন হয়েছে ইনফোসিস, টিসিএস এবং এইচ ডি এফ সি-র শেয়ারের দামে। এছাড়াও দাম পড়েছে টেক মাহিন্দ্রা, এমফাসিস প্রভৃতি শেয়ারের। ভারী পতন হয়েছে নিফটি ব্যাঙ্ক এবং নিফটি আইটি শেয়ারের।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সেনসেক্সের ক্ষেত্রে সাপোর্ট আছে ৫৫,২৭০.৭৫ (এস ১) এবং ৫৪,২৩২.৮২ (এস ২)। রেজিস্টেন্স আছে ৫৬,১৮৬.০৫ (আর ১) এবং ৫৬,৪৩২.৬৫ (আর ২)। নিফটির ক্ষেত্রে বড়ো সাপোর্ট আছে ১৬,৪৮৩.৯০ (এস ১) এবং ১৬,১৮৭.০৫ (এস ২)। রেজিস্টেন্স আছে ১৬,৭৫২.২৫ (আর ১) এবং ১৬,৭৯৩.৮৫ (আর ২)।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in