Sensex: ৪০০ পয়েন্ট নামলো সেনসেক্স, পতন নিফটিতেও

সপ্তাহের কেনাবেচার শেষ দিন শুক্রবার এই খবর লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ৪০০ পয়েন্টের বেশি। সেনসেক্সের পাশাপাশি নিফটিও পড়েছে প্রায় ১৬০ পয়েন্ট।
শেয়ার বাজার
শেয়ার বাজারফাইল ছবি সংগৃহীত

কয়েকদিন একটানা বেড়ে নতুন নতুন উচ্চতা ছোঁয়ার পর এদিন ধাক্কা লাগলো সেনসেক্সে। সপ্তাহের কেনাবেচার শেষ দিন শুক্রবার এই খবর লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ৪০০ পয়েন্টের বেশি। সেনসেক্সের পাশাপাশি নিফটিও পড়েছে প্রায় ১৬০ পয়েন্ট। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ আসায় এদিন শেয়ার বাজারে পতন হয়েছে।

নিফটি ৫০তে এখনও পর্যন্ত পতন হয়েছে ১৫৩.৬০ পয়েন্ট এবং নিফটি ব্যাঙ্কে পতন ৫৬০.১৫ পয়েন্ট। নিফটি মেটাল পড়েছে ৮ শতাংশ। ইউ এস ডলারের অনুপাতে টাকার দাম পড়েছে ২০ পয়সা। এক মার্কিন ডলারের অনুপাতে টাকার দাম আজ ৭৪.৪৪ পয়সা। এদিন বাজারে সবথেকে বেশি ধাক্কা লেগেছে টাটা স্টীলের শেয়ারের দামে। দাম বেড়েছে আদানি গ্যাসের।

বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৫৫,৬২৯.৪৯ পয়েন্টে। এদিন বাজার খোলে প্রায় ৫০০ পয়েন্ট নেমে ৫৫,১৫৯.১৩ পয়েন্টে। একসময় ৫৫,০১৩.৯৮-এ নেমে গেলেও এখনও পর্যন্ত ডে হাই ৫৫,৪৯৫.৬০ পয়েন্ট।

গতকাল বাজার বন্ধের সময় নিফটি ছিলো ১৬,৫৬৮.৮৫ পয়েন্টে। এদিন বাজার খোলার সময় প্রায় ২০০ পয়েন্ট নেমে নিফটি ছিলো ১৬,৩৮২.৫০ পয়েন্টে। এখনও পর্যন্ত ডে হাই ১৬,৫০৯.৫৫ এবং ডে লো ১৬,৩৭৬.০৫ পয়েন্ট।

এদিন শেয়ার বাজারে দাম পড়েছে টাটা স্টীল, জিন্দাল স্টীল অ্যান্ড পাওয়ার, সেইল, জে এস ডব্লু স্টীল, সান ফার্মা, ডঃ রেড্ডিস ল্যাব, কোটাক মাহিন্দ্রা, এসবিআই, লারসেন, অ্যাক্সিস ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রভৃতি শেয়ারের। এছাড়াও দাম পড়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের। দাম পড়েছে বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস, বাজাজ ফিনাস, আইসিআইসিআই ব্যাঙ্ক, টিসিএস, বাজাজ অটো, এনটিপিসি প্রভৃতি শেয়ারের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in