Sensex: এক ধাক্কায় সেনসেক্স পড়লো ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও

এক ধাক্কায় অনেকটাই পড়লো শেয়ার বাজার। সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের বেশি। অন্যদিকে নিফটিতেও পতন হয়েছে প্রায় ৩০০ পয়েন্ট।
Sensex: এক ধাক্কায় সেনসেক্স পড়লো ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

এক ধাক্কায় অনেকটাই পড়লো শেয়ার বাজার। সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের বেশি। অন্যদিকে নিফটিতেও পতন হয়েছে প্রায় ২৬০ পয়েন্ট।

শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিলো ৫৯,৬৩৬.০১ পয়েন্টে। সোমবার সামান্য বেড়ে বাজার খোলে ৫৯,৭১০.৪৮ পয়েন্টে। যদিও এর পর থেকেই পতন শুরু হয়। এই মুহূর্তে ৯৮১.৯৫ পয়েন্ট পড়ে সেনসেক্স আছে ৫৮,৬৫৯.৪৩ পয়েন্টে। এদিন বাজারের ডে হাই এখনও পর্যন্ত ৫৯,৭৭৮.৩৭ পয়েন্ট। একসময় বাজার নেমেছিলো ৫৮,৫০১.৮৮ পয়েন্টে।

শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি ছিলো ১৭,৭৬৪.৮০ পয়েন্টে। এদিন বাজার খোলার সময় নিফটি ছিলো ১৭,৭৯৬.২৫ পয়েন্টে। একসময় ১৭,৮০৫.২৫-এ পৌঁছলেও পরে ৩০৬.৮০ পয়েন্ট পড়ে এখন নিফটি দাঁড়িয়ে আছে ১৭,৪৫৮.০০ পয়েন্টে।

এদিনের সেনসেক্স অনুসারে দাম পড়েছে রিলায়েন্স, বাজাজ ফিনান্স, এসবিআই, এইচসিএল টেক, নেসলে ইন্ডিয়া, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচ ডি এফ সি, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টীল, আল্ট্রাটেক সিমেন্ট, ডঃ রেড্ডিজ, সান ফার্মা, আইটিসি, বাজাজ অটো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রভৃতি শেয়ারের। দাম বেড়েছে ভারতী এয়ারটেল, এশিয়ান পেন্টস, টিসিএস, ব্রিটানিয়া, উইপ্রোর শেয়ারের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in