সেনসেক্সে পতন ১৪০০ পয়েন্ট, নিফটি পড়লো ৪০০ পয়েন্টের বেশি

বেশ কিছুদিন একটানা বাজার চড়ার পর সোমবার সকালেই শেয়ার বাজারে ভারী পতন। এখনও পর্যন্ত সেনসেক্স পড়েছে ১৪০০ পয়েন্টের বেশি এবং নিফটি পড়েছে ৪০০ পয়েন্টের বেশি।
সেনসেক্সে পতন ১৪০০ পয়েন্ট, নিফটি পড়লো ৪০০ পয়েন্টের বেশি
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

বেশ কিছুদিন একটানা বাজার চড়ার পর সোমবার সকালেই শেয়ার বাজারে ভারী পতন। এখনও পর্যন্ত সেনসেক্স পড়েছে ১৪০০ পয়েন্টের বেশি এবং নিফটি পড়েছে ৪০০ পয়েন্টের বেশি। শুক্রবারেও বাজার বন্ধের সময় সেনসেক্স প্রায় ১৫০ পয়েন্ট নীচে ছিলো।

গত শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিলো ৪৯,৫৯১.৩২ পয়েন্টে। সোমবার সকালে বাজার খোলার সময় সেনসেক্স ছিলো ৪৮,৯৫৬.৬৫ পয়েন্টে। এরপরেই পড়তে শুরু করে সেনসেক্স। একসময় ৪৮,১১২.১৭ পয়েন্ট ছুঁয়ে এই মুহূর্তে সেনসেক্স দাঁড়িয়ে আছে ৪৮,২৭৩.৭১ পয়েন্টে।

অন্যদিকে গত শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি ছিলো ১৪,৮৩৪.৮৫ পয়েন্টে। সোমবার বাজার খোলার সময় নিফটি খোলে ১৪,৬৪৪.৬৫ পয়েন্টে এবং এখনও পর্যন্ত নিফটিতে দিনের সর্বনিম্ন স্তর ১৪,৩৮৪.৪০ পয়েন্ট। এই মুহূর্তে নিফটি দাঁড়িয়ে আছে ১৪,৪২৭.০০ পয়েন্টে।

এদিনের নিফটিতে ধস নেমেছে অটো সেক্টরে। পাশাপাশি ধস নেমেছে পিএসইউ ব্যাঙ্ক শেয়ারেও। অটো সেক্টরে সর্বাধিক দাম পড়েছে অশোক লেল্যান্ডের। এছাড়াও টাটা মোটরস, ইচার মোটরস, বাজাজ অটো, টিভিএস মোট্র, হিরো মোটর কোম্পানি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি প্রভৃতি শেয়ারের দাম পড়েছে।

ব্যাঙ্কিং শেয়ারের মধ্যে এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, মহারাষ্ট্র ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রভৃতি শেয়ারের দাম পড়েছে। নিফটিতে পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্সে পতন হয়েছে ৬ শতাংশের বেশি।

এদিনের বাজারে একমাত্র ব্যতিক্রম ইনফোসিস। পড়া বাজারেও যে শেয়ারের দাম বেড়েছে অনেকটাই। এদিন ইনফোসিসের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছায়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in