

এক্সিট পোলের ফলাফলের ওপর ভিত্তি করে শেয়ার বাজারে গতকাল যে অগ্রগতি দেখা গেছিল মঙ্গলবার ভোট গণনা শুরু হবার পর ফলাফলের প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই মুখ থুবড়ে পড়লো শেয়ার বাজার। এই খবর লেখা পর্যন্ত সেনসেক্স পড়েছে ২,৭৫৬.১৫ পয়েন্ট এবং নিফটি পড়েছে ৬৭৫.৬৫ পয়েন্ট।
গতকাল সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৬,৪৬৮.৭৮ পয়েন্টে। নিফটি বন্ধ হয়েছিল ২২,২৬৩.৯০ পয়েন্টে। যদিও এদিন বাজার খোলে কিছুটা নেমে ৭৬,২৮৫.৭৮ পয়েন্টে। নিফটি খোলে ২৩,১৭৯.৫০ পয়েন্টে।
এরপরেই ভোটগণনার ফলাফলের ভিত্তিতে বাজার নামতে শুরু করে। একসময় বাজার পৌঁছে যায় ৭৪,২৩৪.৭৯ পয়েন্টে। নিফটি নেমে যায় ২২,৫৬৬.৯৫ পয়েন্টে।
এদিন দাম পড়েছে আদানি এন্টারপ্রাইজের। কমেছে প্রায় ৯.৫১%। নিফটি ফার্মার দাম পড়েছে ১.২৩ শতাংশ। ব্যাঙ্ক নিফটি নেমেছে ৭.২০ শতাংশে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন